মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বাঘিয়ার নৌকাবাইচ

গোপালগঞ্জ প্রতিনিধি

বাঘিয়ার নৌকাবাইচ

গোপালগঞ্জে তিনদিনব্যাপী দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বাঘিয়ার নৌকা বাইচ প্রতিযোগিতা রবিবার থেকে চলছে। কোটালীপাড়ার কালীগঞ্জ খালে (বাবু খাল) আয়োজিত এ বাইচ আজ সন্ধ্যা পর্যন্ত চলবে।

এ বাইচ বাঘিয়ার বাইচ এবং লক্ষ্মী দশোহারা বাইচ ও মেলা নামে পরিচিত। প্রাচীন বাংলার ঐতিহ্যে লালিত ২০০ বছরেরও অধিক সময় ধরে এ আয়োজন করা হচ্ছে। এবারের প্রতিযোগিতায় গোপালগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, নড়াইল, বরিশাল জেলার প্রত্যন্ত গ্রামের শতাধিক সরেঙ্গা, ছিপ, বাছারী ও কোষা নৌকা অংশ নিচ্ছে। এ উপলক্ষে গ্রামের লোকজন নানা ধরনের নৌকা সাজিয়ে তাতে মাইক বেঁধে নদীতে অবস্থান নিয়েছেন। নদীর দুকূলে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ। তারা করতালি, হর্ষধ্বনি, লোকজ গান, বাদ্য বাজনা পরিবেশন করে আয়োজনকে জমিয়ে রেখেছেন। পাশাপাশি নদীর পশ্চিম পাড়ের প্রায় দুই কিলোমিটার জুড়ে চলছে সওদা দোকানিদের বেচাকেনা। এসব দোকানে দেশীয় কুটির শিল্প, মিষ্টি-মণ্ডা, পান-সুপারির কেনাবেচা হচ্ছে। সঙ্গে জমেছে আখ, বেলুন আর চানাচুর বিক্রির ধুম। উল্লেখ্য, প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কালিগঞ্জ বাজার হতে বুরুয়া ব্রিজ হয়ে খেজুরবাড়ী পর্যন্ত বাইচ অনুষ্ঠিত হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর