সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
গ্যাটকো দুর্নীতি মামলা

খালেদার চার্জ শুনানি ৮ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও থানার গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২০ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির জন্য আগামী ৮ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্র্রেক্ষিতে গতকাল ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক আবু আহমেদ জমাদার নতুন এ দিন ধার্য করেন।

খালেদা জিয়া ছাড়া মামলার অন্য আসামিদের মধ্যে বিগত চারদলীয় জোট সরকারের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী উল্লেখযোগ্য।

এ মামলার    মোট ২৪ জন আসামির মধ্যে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী (মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর) মারা যাওয়ায় বর্তমানে আসামির সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। প্রসঙ্গত, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর সাবেক চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করেন দুদুকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় চার্জশিট দেওয়া হয়।

সর্বশেষ খবর