বিনা বিচারে ১৭ বছর কারাবন্দী থাকার পর হাইকোর্টের হস্তক্ষেপে মো. শিপন নামের এক ব্যক্তির কারামুক্তি ঘটেছে। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শিপনকে জামিন দেন। বিচারিক আদালতে তার বিরুদ্ধে চলমান মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত তাকে জামিন দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে দুই মাসের মধ্যে নিম্ন আদালতে সেই মামলা নিষ্পত্তি করতে বলা হয়েছে। এছাড়া জামিনে মুক্তির পর শিপনের কোথাও যাওয়ার জায়গা না থাকলে পুনর্বাসনের জন্য ঢাকা জেলার ম্যাজিস্ট্রেটের কাছে তাকে আবেদন করতে বলা হয়েছে। এর আগে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত সংবাদের সূত্র ধরে ৩০ অক্টোবর সুপ্রিমকোর্টের আইনজীবী কুমার দেবুল দে বিনা বিচারে দীর্ঘদিন ধরে শিপনের কারাবন্দী থাকার ঘটনা আদালতে উপস্থাপন করেন। এরপর আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এক আদেশে ৮ নভেম্বর শিপনকে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে কাশিমপুর কারা কর্তৃপক্ষ তাকে গতকাল আদালতে হাজির করে। হাইকোর্ট সূত্র জানায়, ১৯৯৪ সালে পুরান ঢাকার সূত্রাপুরের দুই মহল্লার মধ্যে সংঘর্ষে একজনের খুনের ঘটনায় মো. জাবেদ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার দুই নম্বর আসামি মো. শিপন। এজাহারে তার বাবার নাম অজ্ঞাত থাকলেও চার্জশিটের সময় তার বাবার নাম মো. রফিক দেওয়া হয়। ঠিকানা ৫৯, গোয়ালঘটা লেন, সূত্রাপুর বলে উল্লেখ করা হয়। এই মামলায় ২০০০ সালে গ্রেফতারের পর গত বছরের ৭ নভেম্বও থেকে গতকাল পর্যন্ত কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ তে ছিলেন শিপন। মামলাটি ঢাকার একটি আদালতে বিচারাধীন।
শিরোনাম
- জবি ছাত্রদল-ছাত্র অধিকারের সমন্বিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেল ঘোষণা
- ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীসহ গ্রেপ্তার ২৭
- ডিবির অভিযানে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার
- ঝিনাইদহে প্রবাসী হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
- এখন থেকে অনলাইনেই পাওয়া যাবে ফায়ার সেফটি প্ল্যানের অনাপত্তি সনদপত্র
- ‘সৎ সাহস থাকলে হাসিনা বিচারের মুখোমুখি হতেন’
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে ফের পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ
- স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- বিপিএল থেকে নাম প্রত্যাহার তামিমের
- মাদারীপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, টহল জোরদার
- ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
- নারায়ণগঞ্জ শহরে জামায়াতের অবস্থান কর্মসূচি
- সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১৫
- ট্রাইব্যুনালে ৪৫৩ পৃষ্ঠার রায় পড়া চলছে
- রাজধানীর নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন
- হাসিনার মামলার রায় দিতে ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে
- মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী
- মামলা নিয়ে মুখ খুললেন মেহজাবীন
- লুটের টাকায় ককটেল কিনে আওয়ামী লীগের নাশকতা : রিজভী