বিনা বিচারে ১৭ বছর কারাবন্দী থাকার পর হাইকোর্টের হস্তক্ষেপে মো. শিপন নামের এক ব্যক্তির কারামুক্তি ঘটেছে। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শিপনকে জামিন দেন। বিচারিক আদালতে তার বিরুদ্ধে চলমান মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত তাকে জামিন দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে দুই মাসের মধ্যে নিম্ন আদালতে সেই মামলা নিষ্পত্তি করতে বলা হয়েছে। এছাড়া জামিনে মুক্তির পর শিপনের কোথাও যাওয়ার জায়গা না থাকলে পুনর্বাসনের জন্য ঢাকা জেলার ম্যাজিস্ট্রেটের কাছে তাকে আবেদন করতে বলা হয়েছে। এর আগে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত সংবাদের সূত্র ধরে ৩০ অক্টোবর সুপ্রিমকোর্টের আইনজীবী কুমার দেবুল দে বিনা বিচারে দীর্ঘদিন ধরে শিপনের কারাবন্দী থাকার ঘটনা আদালতে উপস্থাপন করেন। এরপর আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এক আদেশে ৮ নভেম্বর শিপনকে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে কাশিমপুর কারা কর্তৃপক্ষ তাকে গতকাল আদালতে হাজির করে। হাইকোর্ট সূত্র জানায়, ১৯৯৪ সালে পুরান ঢাকার সূত্রাপুরের দুই মহল্লার মধ্যে সংঘর্ষে একজনের খুনের ঘটনায় মো. জাবেদ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার দুই নম্বর আসামি মো. শিপন। এজাহারে তার বাবার নাম অজ্ঞাত থাকলেও চার্জশিটের সময় তার বাবার নাম মো. রফিক দেওয়া হয়। ঠিকানা ৫৯, গোয়ালঘটা লেন, সূত্রাপুর বলে উল্লেখ করা হয়। এই মামলায় ২০০০ সালে গ্রেফতারের পর গত বছরের ৭ নভেম্বও থেকে গতকাল পর্যন্ত কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ তে ছিলেন শিপন। মামলাটি ঢাকার একটি আদালতে বিচারাধীন।
শিরোনাম
- নবান্ন উপলক্ষে পীরের আস্তানায় ক্ষীরের উৎসব
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
অষ্টম কলাম
১৭ বছর পর জামিন পেল সেই শিপন
বিনাবিচারে কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর