বিনা বিচারে ১৭ বছর কারাবন্দী থাকার পর হাইকোর্টের হস্তক্ষেপে মো. শিপন নামের এক ব্যক্তির কারামুক্তি ঘটেছে। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শিপনকে জামিন দেন। বিচারিক আদালতে তার বিরুদ্ধে চলমান মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত তাকে জামিন দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে দুই মাসের মধ্যে নিম্ন আদালতে সেই মামলা নিষ্পত্তি করতে বলা হয়েছে। এছাড়া জামিনে মুক্তির পর শিপনের কোথাও যাওয়ার জায়গা না থাকলে পুনর্বাসনের জন্য ঢাকা জেলার ম্যাজিস্ট্রেটের কাছে তাকে আবেদন করতে বলা হয়েছে। এর আগে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত সংবাদের সূত্র ধরে ৩০ অক্টোবর সুপ্রিমকোর্টের আইনজীবী কুমার দেবুল দে বিনা বিচারে দীর্ঘদিন ধরে শিপনের কারাবন্দী থাকার ঘটনা আদালতে উপস্থাপন করেন। এরপর আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এক আদেশে ৮ নভেম্বর শিপনকে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে কাশিমপুর কারা কর্তৃপক্ষ তাকে গতকাল আদালতে হাজির করে। হাইকোর্ট সূত্র জানায়, ১৯৯৪ সালে পুরান ঢাকার সূত্রাপুরের দুই মহল্লার মধ্যে সংঘর্ষে একজনের খুনের ঘটনায় মো. জাবেদ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার দুই নম্বর আসামি মো. শিপন। এজাহারে তার বাবার নাম অজ্ঞাত থাকলেও চার্জশিটের সময় তার বাবার নাম মো. রফিক দেওয়া হয়। ঠিকানা ৫৯, গোয়ালঘটা লেন, সূত্রাপুর বলে উল্লেখ করা হয়। এই মামলায় ২০০০ সালে গ্রেফতারের পর গত বছরের ৭ নভেম্বও থেকে গতকাল পর্যন্ত কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ তে ছিলেন শিপন। মামলাটি ঢাকার একটি আদালতে বিচারাধীন।
শিরোনাম
- ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি
- দেশের সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন
- সেবাগ্রহীতাদের সাথে দুর্ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
- পুরান ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে
- খালেদা জিয়ার সঙ্গে বিদেশ সফরে যাওয়ায় আমাকে প্লট দেওয়া হয়নি : রবি চৌধুরী
- গোবিন্দগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
- জিএমপির সাবেক কমিশনার নাজমুল করিম খান বরখাস্ত
- আসুন সবাই মিলে বাংলাদেশকে সত্যিকারের গণতান্ত্রিক দেশে পরিণত করি : মঈন খান
- দশম গ্রেডসহ তিন দাবি, তৃতীয় দিনের মতো শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান
- ভদ্ররা চুপ থাকে, অভদ্ররা ভাবে জবাব দিতে পারে না : প্রভা
- পদ্মার চরে ‘অপারেশন ফার্স্ট লাইট’, গ্রেপ্তার ৬৭
- কম্পিউটার চালু হতে সময় লাগে, এই সময়ের বেতন দাবিতে কর্মীদের মামলা
- বসুন্ধরা আবাসিকে ‘হেরিটেজ সুইটস’-এর তৃতীয় শাখা উদ্বোধন
- এমপি হলেও আছি, না হলেও আপনাদের পাশে আছি : শামীম
- অস্ট্রেলিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- রাজধানীতে আওয়ামী লীগের আরও ৩৪ নেতাকর্মী গ্রেফতার
- সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
- নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে : মির্জা ফখরুল
- বাংলাদেশকে ২৫ মিলিয়ন ক্রোন সহায়তার ঘোষণা ডেনমার্কের
- আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীতে মতবিনিময় সভা
অষ্টম কলাম
১৭ বছর পর জামিন পেল সেই শিপন
বিনাবিচারে কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর