কপি চাষ করে ভাগ্য বদলে ফেলেছেন বগুড়ার নারচী ইউনিয়নের বিলপাড়া গ্রামের শাহিদা বেগম। শীত মওসুমে প্রায় ৫ বিঘা জমিতে ৩৬ হাজার পিচ ফুল ও বাঁধা কপির চাষ করেছেন। তিনি আশা করছেন, এই কপি বিক্রি করে তার খরচ বাদে আয় হবে প্রায় ৩ লাখ টাকা। সারিয়াকান্দির চাষিরা এবার জমিতে অধিকহারে আগাম জাতের সবজি চাষ করেছেন। ফলন ও দাম ভালো থাকায় চাষিদের মুখে হাসির ঝিলিক দেখা দিয়েছে। ফুলবাড়ী নয়াপাড়া গ্রামটির চাষিরা বহু বছর আগে থেকে সবজি চাষ করায় এরই মধ্যে গ্রামটি সবজি গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। এরসঙ্গে এবার পাল্লা দিয়ে নারচী ইউনিয়নের বিলপাড়া গ্রামেও ৩ বছর ধরে সবজি চাষ হচ্ছে আগের থেকে দ্বিগুণ। এই গ্রামের শাহিদা বেগম সবজি চাষ করে সুনাম কুড়িয়েছেন। এবার তিনি ৫ বিঘা জমিতে আগাম জাতের ফুলকপি ও বাঁধাকপির চাষ করেছেন। শাহিদা জমিতে প্রায় ৩৬ হাজার কপির চারা গাছ রোপণ করেছেন। উঁচু জমিতে চারা গাছের বয়স যখন ২৬ দিন তখন তিনি তা উত্তোলন করে নিয়ে এসে রোপণ করেছেন ভাদ্র মাসের শেষ সপ্তাহে। চারা রোপণের পর থেকে তিনি ৪ বার নিড়ানি দিয়েছেন, বৃষ্টির পানি জমে থাকার হাত থেকে রক্ষার জন্য সর্বদা জমিতে কড়া নজরদারিতে রেখেছেন। রোপণের পর থেকেই তিনি হাড়ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন ওই সবজি জমিতে। শাহিদা বেগম জানান, তিনি কৃষি পরিবারের সন্তান। নারী হিসেবে বিয়ে হয়ে স্বামীর ঘরে আসার পর থেকে তিনি সরাসরি বিভিন্ন ফসলের চাষাবাদের সঙ্গে যুক্ত। অন্য ফসলের চেয়ে সবজি চাষে লাভ বেশি হওয়ায় তিনি ১২ বছর যাবৎ সবজি চাষ করছেন। এবার ওই পরিমাণ জমিতে ‘স্টার’ নামের আগাম জাতের ফুলকপি ও বাঁধাকপি চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। কপিগুলো উত্তোলন, বাজারজাত করতে আরও প্রায় ৪০ হাজার টাকা খরচ হবে। এর মধ্যে কিছু বাঁধাকপি ও ফুলকপি বাজারে বিক্রি করে ৩০ টাকা আয় করেছেন। আর বাকি বাঁধাকপি ও ফুলকপি থেকে তিনি প্রায় ৫ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন। তিনি আশা করছেন বাজারে সবজির চাহিদা ও দাম থাকায় ৫ লাখ টাকার বেশি বিক্রি করবেন। তাহলে তার সব খরচ বাদে প্রায় ৩ লাখ টাকারও বেশি আয় হবে। দুই সপ্তাহের মধ্যে পুরোদমে তিনি বাজারজাত করতে পারবেন কপিগুলো। তিনি জানান, ঢাকার কাওরান বাজার থেকে শুরু করে বিভিন্ন কাঁচা বাজারের পাইকাররা তার কাছে সবজি ক্রয় করার জন্য খোঁজ খবর নিচ্ছেন। তিনি আরও জানান, তার স্বামী আমিনুল ইসলাম সারিয়াকান্দি পৌর এলাকার বিবাহ নিবন্ধক। এছাড়াও তিনি এবতেদায়ী মাদ্রাসায় শিক্ষকতা করেন। পরিবারের আয়ের উৎস বাড়াতে এই সবজি চাষ করে থাকেন। সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার মো. শাহাদত জামান বলেন, বৈজ্ঞানিক উপায়ে পরিশ্রমী চাষিরা আগাম জাতের সবজি চাষ করে লাভবান হওয়ায় চাষিরা ধানের পরিবর্তে সবজি চাষ করছেন বেশি। নারচী বিল পাড়া গ্রামের শাহিদা বেগম নিজে সবজি চাষ করে লাভবান হয়েছেন। তিনি পরিবারের চাহিদা মিটিয়ে অর্থনৈতিকভাবে স্বচ্ছলতা অর্জন করেছেন।
শিরোনাম
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
কপি চাষে ভাগ্য বদল শাহিদার
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর