রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির আঘাতে আহত কলেজছাত্রী খাদিজাকে আগামীকাল সাভারের সিআরপিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। গতকাল খাদিজার বাবা মাসুক মিয়া এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, খাদিজার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে সে এখনো বাম হাত ও বাম পা নাড়াচাড়া করতে পারছে না। তাকে শারীরিকভাবে সক্ষম করে তুলতেই সিআরপিতে নেওয়া হবে। সকালে খাদিজার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাতে স্কয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনস্থলে হুইল চেয়ারে করে নিয়ে আসা হয় খাদিজাকে। এ সময় তার বাম হাতে ব্যান্ডেজ ছিল। উপস্থিত সবার উদ্দেশে খাদিজা বলেন, দেশবাসীকে আমি আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই। আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন। আপনাদের দোয়ায় আমি সুস্থ আছি। ভালো আছি। আপনারা আমার জন্য আরও দোয়া করবেন। আমি যাতে সম্পূর্ণ সুস্থ হই। সংবাদ সম্মেলনে স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের কনসালটেন্ট ডা. মির্জা নাজিমউদ্দিন বলেন, খাদিজার অবস্থা এখন ভালো। এ কারণে তাকে আর এখানে (স্কয়ার হাসপাতাল) রাখার দরকার নেই। খাদিজার বাম পাশটা এখনো অবশ হয়ে আছে। এক্ষেত্রে ফিজিওথেরাপি দরকার। ভালো কোথাও এই থেরাপি নিতে হবে। খাদিজা এখন নিজে খেতে পারে। লেখা পড়তে পারে। ধরে ধরে নিজে হাঁটতে পারে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খাদিজার নিউরোলজিক্যাল ও জেনারেল কন্ডিশন ভালো। গত ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে সরকারি এমসি কলেজ ক্যাম্পাসে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন শাবি ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। আশঙ্কাজনক অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরের দিন রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল।
শিরোনাম
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ
- যে কারণে আপিল করতে পারবেন না হাসিনা
- শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ
- শাটডাউন ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ১৫
- হাজার বার ফাঁসি দিলেও হাসিনার জন্য তা কম হবে: স্নিগ্ধ
- নারায়ণগঞ্জে সড়কে থামিয়ে রাখা বাসে আগুন
- শিবচরে মহাসড়কে বিএনপির অবস্থান কর্মসূচি
- ভাঙ্গায় মহাসড়কে কঠোর নজরদারি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার
- ‘কোনো নিরাপত্তা ঝুঁকি নেই’
- ভিয়েতনামে ভূমিধসে চলন্ত বাসের ৬ যাত্রী নিহত, আহত ১৯
- হালান্ডের জোড়া গোলে নরওয়ের দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান
- সেঞ্চুরি করে দলকে জিতিয়ে ছিটকে যাওয়ার শঙ্কায় মিচেল
- লঙ্কানদের হোয়াইটওয়াশ করেই ছাড়ল পাকিস্তান
- হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে ৫ অভিযোগ
- মহেশ বাবু–রাজামৌলির ‘বারাণসী’র চোখ ধাঁধানো টিজার
- অগ্নিসন্ত্রাসের জনক একজনই: সোহেল তাজ
- রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ আজ
- ট্রাইব্যুনালে আনা হয়েছে সাবেক আইজিপি মামুনকে
- মোহাম্মদপুরে বিদেশি রিভলভারসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
প্রকাশ্যে এলেন খাদিজা বললেন, ভালো আছি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর