রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির আঘাতে আহত কলেজছাত্রী খাদিজাকে আগামীকাল সাভারের সিআরপিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। গতকাল খাদিজার বাবা মাসুক মিয়া এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, খাদিজার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে সে এখনো বাম হাত ও বাম পা নাড়াচাড়া করতে পারছে না। তাকে শারীরিকভাবে সক্ষম করে তুলতেই সিআরপিতে নেওয়া হবে। সকালে খাদিজার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাতে স্কয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনস্থলে হুইল চেয়ারে করে নিয়ে আসা হয় খাদিজাকে। এ সময় তার বাম হাতে ব্যান্ডেজ ছিল। উপস্থিত সবার উদ্দেশে খাদিজা বলেন, দেশবাসীকে আমি আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই। আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন। আপনাদের দোয়ায় আমি সুস্থ আছি। ভালো আছি। আপনারা আমার জন্য আরও দোয়া করবেন। আমি যাতে সম্পূর্ণ সুস্থ হই। সংবাদ সম্মেলনে স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের কনসালটেন্ট ডা. মির্জা নাজিমউদ্দিন বলেন, খাদিজার অবস্থা এখন ভালো। এ কারণে তাকে আর এখানে (স্কয়ার হাসপাতাল) রাখার দরকার নেই। খাদিজার বাম পাশটা এখনো অবশ হয়ে আছে। এক্ষেত্রে ফিজিওথেরাপি দরকার। ভালো কোথাও এই থেরাপি নিতে হবে। খাদিজা এখন নিজে খেতে পারে। লেখা পড়তে পারে। ধরে ধরে নিজে হাঁটতে পারে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খাদিজার নিউরোলজিক্যাল ও জেনারেল কন্ডিশন ভালো। গত ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে সরকারি এমসি কলেজ ক্যাম্পাসে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন শাবি ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। আশঙ্কাজনক অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরের দিন রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল।
শিরোনাম
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
প্রকাশ্যে এলেন খাদিজা বললেন, ভালো আছি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর