রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির আঘাতে আহত কলেজছাত্রী খাদিজাকে আগামীকাল সাভারের সিআরপিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। গতকাল খাদিজার বাবা মাসুক মিয়া এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, খাদিজার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে সে এখনো বাম হাত ও বাম পা নাড়াচাড়া করতে পারছে না। তাকে শারীরিকভাবে সক্ষম করে তুলতেই সিআরপিতে নেওয়া হবে। সকালে খাদিজার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাতে স্কয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনস্থলে হুইল চেয়ারে করে নিয়ে আসা হয় খাদিজাকে। এ সময় তার বাম হাতে ব্যান্ডেজ ছিল। উপস্থিত সবার উদ্দেশে খাদিজা বলেন, দেশবাসীকে আমি আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই। আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন। আপনাদের দোয়ায় আমি সুস্থ আছি। ভালো আছি। আপনারা আমার জন্য আরও দোয়া করবেন। আমি যাতে সম্পূর্ণ সুস্থ হই। সংবাদ সম্মেলনে স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের কনসালটেন্ট ডা. মির্জা নাজিমউদ্দিন বলেন, খাদিজার অবস্থা এখন ভালো। এ কারণে তাকে আর এখানে (স্কয়ার হাসপাতাল) রাখার দরকার নেই। খাদিজার বাম পাশটা এখনো অবশ হয়ে আছে। এক্ষেত্রে ফিজিওথেরাপি দরকার। ভালো কোথাও এই থেরাপি নিতে হবে। খাদিজা এখন নিজে খেতে পারে। লেখা পড়তে পারে। ধরে ধরে নিজে হাঁটতে পারে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খাদিজার নিউরোলজিক্যাল ও জেনারেল কন্ডিশন ভালো। গত ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে সরকারি এমসি কলেজ ক্যাম্পাসে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন শাবি ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। আশঙ্কাজনক অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরের দিন রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল।
শিরোনাম
- ঐকমত্যে পৌঁছে ৩০ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ : আলী রীয়াজ
- হবিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার মতবিনিময়
- শতবর্ষী মাহাথির ক্লান্তিজনিত কারণে হাসপাতালে ভর্তি
- পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ
- ৭ মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ইতালির বিমানবন্দরে বিমানের ইঞ্জিনে ঝাঁপিয়ে মৃত্যু
- মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- ‘আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান’
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন