সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আসছে রোহিঙ্গা বোঝাই নৌকা ১৩টি ফিরিয়ে দিল বিজিবি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নাফ নদের দুটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বহনকারী ১৩টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। এসব নৌকায় প্রতিটিতে ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল বলে ধারণা বিজিবির। শনিবার সন্ধ্যা থেকে গতকাল সকাল পর্যন্ত এই নৌকাগুলো ফেরত পাঠানো হয়। টেকনাফের বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, আরাকান প্রদেশ থেকে রোহিঙ্গা মুসলমানদের নিয়ে নৌকাগুলো বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালালে বিজিবির টহল দল সীমান্তের শূন্য রেখা থেকে নৌকাগুলোকে মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেয়। রোহিঙ্গা অনুুপ্রবেশ বন্ধে বিজিবির টহল জোরদার রয়েছে বলে জানান তিনি।

রোহিঙ্গা ইস্যু নিয়ে উসকানি দেওয়া হচ্ছে : নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, চট্টগ্রামের বিভিন্ন ওয়াজ-মাহফিলে রোহিঙ্গা ইস্যু নিয়ে উসকানি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রামে বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ। গতকাল জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, এখন মাহফিলে নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা না করে ধর্মীয় নেতারা রোহিঙ্গা ইস্যুকে সামনে নিয়ে আসছেন। বিষয়টি তুলে কোথাও কোথাও উসকানি দিয়ে এর পক্ষে একটি গ্রুপ তৈরি করার চেষ্টা করছেন। এভাবে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত  পুলিশ সুপার (সদর) মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, মেয়র, মুক্তিযোদ্ধা কমান্ডারসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশিদ বলেন, স্বাধীনতাবিরোধী চক্র ওয়াজের আড়ালে সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর