গিনেস বইয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড ভাঙতে যাচ্ছে বাংলাদেশ। আর এ রেকর্ড ভাঙার উদ্যোগটি নিয়েছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসন। বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান ও আইসিটি বিষয়ক ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের কুলিয়ারচরে। আজ বুধবার কুলিয়ারচর থানা মাঠে হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের তত্ত্বাবধানে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীকে পাঠদান করা হবে। আয়োজকরা আশা করছেন, এ উদ্যোগ সফল হলে গিনেস রেকর্ড বইয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙে নতুন করে বাংলাদেশের নাম লেখা হবে। কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. উম্মে বিনতে সালাম এ উদ্যোগ প্রসঙ্গে জানান, উপজেলার ২৩টি প্রাথমিক ও পাঁচটি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত তিন হাজার ২০০-এর অধিক শিক্ষার্থীকে বিজ্ঞান ও আইসিটি বিষয়ক ব্যবহারিক ক্লাস করানো হবে। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ আয়োজন চলবে। তিনি বলেন, তথ্য প্রযুক্তিতে ঈর্ষণীয় অগ্রগতি লাভকারী অস্ট্রেলিয়া যদি এ রকম একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজ্ঞানকে শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় করে তুলতে পারে, তবে আমাদের মতো জনবহুল দেশে আমরাও পারব এবং অস্ট্রেলিয়ার রেকর্ড ভাঙতে পারব। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা সত্যিকারের বিজ্ঞানপ্রজন্ম হিসেবে নিজেদের গড়ে তোলার যথেষ্ট উপকরণ পাবে, যা উন্নত বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে। এর আগে গত বছরের ১৬ আগস্ট অস্ট্রেলিয়ার ব্রিসবেনে একসাথে দুই হাজার ৯০০ স্কুল শিক্ষার্থীর বিজ্ঞান বিষয়ক ক্লাস গিনেস বিশ্ব রেকর্ড বইয়ে স্থান করে নিয়েছিল। এ উদ্যোগ নিয়ে কুলিয়ারচরে অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ সব মহলে বিরাজ করছে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা। অনুষ্ঠানে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
শিরোনাম
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
গিনেস বইয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড ভাঙছে বাংলাদেশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর