গিনেস বইয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড ভাঙতে যাচ্ছে বাংলাদেশ। আর এ রেকর্ড ভাঙার উদ্যোগটি নিয়েছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসন। বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান ও আইসিটি বিষয়ক ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের কুলিয়ারচরে। আজ বুধবার কুলিয়ারচর থানা মাঠে হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের তত্ত্বাবধানে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীকে পাঠদান করা হবে। আয়োজকরা আশা করছেন, এ উদ্যোগ সফল হলে গিনেস রেকর্ড বইয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙে নতুন করে বাংলাদেশের নাম লেখা হবে। কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. উম্মে বিনতে সালাম এ উদ্যোগ প্রসঙ্গে জানান, উপজেলার ২৩টি প্রাথমিক ও পাঁচটি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত তিন হাজার ২০০-এর অধিক শিক্ষার্থীকে বিজ্ঞান ও আইসিটি বিষয়ক ব্যবহারিক ক্লাস করানো হবে। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ আয়োজন চলবে। তিনি বলেন, তথ্য প্রযুক্তিতে ঈর্ষণীয় অগ্রগতি লাভকারী অস্ট্রেলিয়া যদি এ রকম একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজ্ঞানকে শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় করে তুলতে পারে, তবে আমাদের মতো জনবহুল দেশে আমরাও পারব এবং অস্ট্রেলিয়ার রেকর্ড ভাঙতে পারব। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা সত্যিকারের বিজ্ঞানপ্রজন্ম হিসেবে নিজেদের গড়ে তোলার যথেষ্ট উপকরণ পাবে, যা উন্নত বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে। এর আগে গত বছরের ১৬ আগস্ট অস্ট্রেলিয়ার ব্রিসবেনে একসাথে দুই হাজার ৯০০ স্কুল শিক্ষার্থীর বিজ্ঞান বিষয়ক ক্লাস গিনেস বিশ্ব রেকর্ড বইয়ে স্থান করে নিয়েছিল। এ উদ্যোগ নিয়ে কুলিয়ারচরে অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ সব মহলে বিরাজ করছে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা। অনুষ্ঠানে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
গিনেস বইয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড ভাঙছে বাংলাদেশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর