রাজধানীর উত্তরায় দিনদুপুরে মা ও মেয়েকে গুলি করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে ৩নং সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠসংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, জসীমউদ্দীন সড়কের যমুনা ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পরপরই শাহানা করিম ও তার মেয়ে রেজওয়ানা করিম ছিনতাইকারীদের কবলে পড়েন। তাদের এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রেজওয়ানার মামাতো ভাই আবির জানান, সকালে উত্তরার ১২নং সেক্টরের বাসা থেকে বেরিয়ে মামি শাহানা ও তার মেয়ে রেজওয়ানা যমুনা ব্যাংকে সাড়ে ৫ লাখ টাকা তুলতে যান। টাকা তুলে একটি প্রাইভেটকারে বাসায় যাচ্ছিলেন। পথে ফ্রেন্ডস ক্লাব মাঠ সংলগ্ন রাস্তায় দুটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত এসে গাড়ির গতিরোধ করে। দুর্বৃত্তরা মামী ও তার মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগ চান। দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। একটি গুলি মামীর হাতে লেগে মামাতো বোনের পায়ে লাগে। পরে দুর্বৃত্তরা টাকার ব্যাগ, ভেনিটিব্যাগ ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। ভেনিটিব্যাগে নগদ কিছু টাকা, জাতীয় পরিচয়পত্র, এটিএম কার্ডসহ বেশকিছু প্রয়োজনীয় জিনিস ছিল। পরে তাদের দ্রুত উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইজনেরই অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শাহানা ও রেজওয়ানা এখন আশঙ্কামুক্ত। আবির আরো জানান, আমার মামা একেএম রেজাউল করিম মাদারীপুর ভূমি অফিসের সাব-রেজিস্ট্রার। নিজেদের ব্যক্তিগত একটি কাজে মামি শাহানা ও তার মেয়ে রেজওয়ানা যমুনা ব্যাংকে টাকা তুলতে গিয়েছিলেন। দুর্বৃত্তদের টাকা ছিনতাইয়ের সময় রেজওয়ানার কোলে তার দেড় বছরের মেয়ে ছিল। গুলির শব্দে মেয়েটি চিৎকার দিয়ে উঠেছিল। উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, দুর্বৃত্তদের ছোঁড়া একটি গুলি মায়ের হাতে লেগে মেয়ের উরুতে লাগে। পরে দুর্বৃত্তরা টাকার ব্যাগ নিয়ে চলে যায়। এ্যাপোলো হাসপাতালে মা ও মেয়ের চিকিৎসা চলছে। ঘটনাস্থলের সিসি ক?্যামেরায় ধারণ করা চিত্র দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। এদিকে, উত্তরায় এত নিরাপত্তার মধ্যেও দিনদুপুরে ফিল্মিস্টাইলে ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই সড়কটিতে পুলিশ সার্বক্ষণিক টহল দিয়ে থাকে। এভাবে প্রকাশ্যে গুলি করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেন।
শিরোনাম
- এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে : নীলা চৌধুরী
- নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই : প্রেসসচিব
- ব্রয়লার ১৭০, পাঙাশ ১৮০, গরু ৭৪০, ডিমের হালি ৫০....
- রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি, কমেছে সবজির দাম
- ভারতের বাইকের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, নিহত বেড়ে ২৫
- জামায়াত শুরু থেকেই জটিলতা সৃষ্টির চেষ্টা করছে : রুমিন ফারহানা
- ভেনেজুয়েলা–যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ছে: মাদুরো বললেন, “এই ভূমিকে কেউ ছুঁবে না”
- স্টার সিনেপ্লেক্সে এ সপ্তাহে দুই সিনেমা: ‘চেইনসো ম্যান’ ও ‘কন্যা’
- মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বেলারুশের মডেলের ‘রহস্যজনক মৃত্যু’
- দক্ষিণ কোরিয়ায় শি’র সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প: হোয়াইট হাউজ
- ভারতে এসি বাসে ভয়াবহ আগুন, অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা
- রাশিয়ায় গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে নিহত ১২
- ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকছেন মেসি
- বৃহৎ প্রতিবেশীর ছায়ায় প্রাপ্য আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না বাংলাদেশ
- টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পরিবারের কাছে হস্তান্তর
- শপথ নিলেন চাকসুর বিজয়ীরা
- অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- আখাউড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী
- ১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
উত্তরায় ভরদুপুরে গুলি করে ছিনতাই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর