রাজধানীর উত্তরায় দিনদুপুরে মা ও মেয়েকে গুলি করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে ৩নং সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠসংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, জসীমউদ্দীন সড়কের যমুনা ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পরপরই শাহানা করিম ও তার মেয়ে রেজওয়ানা করিম ছিনতাইকারীদের কবলে পড়েন। তাদের এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রেজওয়ানার মামাতো ভাই আবির জানান, সকালে উত্তরার ১২নং সেক্টরের বাসা থেকে বেরিয়ে মামি শাহানা ও তার মেয়ে রেজওয়ানা যমুনা ব্যাংকে সাড়ে ৫ লাখ টাকা তুলতে যান। টাকা তুলে একটি প্রাইভেটকারে বাসায় যাচ্ছিলেন। পথে ফ্রেন্ডস ক্লাব মাঠ সংলগ্ন রাস্তায় দুটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত এসে গাড়ির গতিরোধ করে। দুর্বৃত্তরা মামী ও তার মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগ চান। দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। একটি গুলি মামীর হাতে লেগে মামাতো বোনের পায়ে লাগে। পরে দুর্বৃত্তরা টাকার ব্যাগ, ভেনিটিব্যাগ ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। ভেনিটিব্যাগে নগদ কিছু টাকা, জাতীয় পরিচয়পত্র, এটিএম কার্ডসহ বেশকিছু প্রয়োজনীয় জিনিস ছিল। পরে তাদের দ্রুত উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইজনেরই অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শাহানা ও রেজওয়ানা এখন আশঙ্কামুক্ত। আবির আরো জানান, আমার মামা একেএম রেজাউল করিম মাদারীপুর ভূমি অফিসের সাব-রেজিস্ট্রার। নিজেদের ব্যক্তিগত একটি কাজে মামি শাহানা ও তার মেয়ে রেজওয়ানা যমুনা ব্যাংকে টাকা তুলতে গিয়েছিলেন। দুর্বৃত্তদের টাকা ছিনতাইয়ের সময় রেজওয়ানার কোলে তার দেড় বছরের মেয়ে ছিল। গুলির শব্দে মেয়েটি চিৎকার দিয়ে উঠেছিল। উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, দুর্বৃত্তদের ছোঁড়া একটি গুলি মায়ের হাতে লেগে মেয়ের উরুতে লাগে। পরে দুর্বৃত্তরা টাকার ব্যাগ নিয়ে চলে যায়। এ্যাপোলো হাসপাতালে মা ও মেয়ের চিকিৎসা চলছে। ঘটনাস্থলের সিসি ক?্যামেরায় ধারণ করা চিত্র দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। এদিকে, উত্তরায় এত নিরাপত্তার মধ্যেও দিনদুপুরে ফিল্মিস্টাইলে ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই সড়কটিতে পুলিশ সার্বক্ষণিক টহল দিয়ে থাকে। এভাবে প্রকাশ্যে গুলি করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেন।
শিরোনাম
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!