রাজধানীর উত্তরায় দিনদুপুরে মা ও মেয়েকে গুলি করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে ৩নং সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠসংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, জসীমউদ্দীন সড়কের যমুনা ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পরপরই শাহানা করিম ও তার মেয়ে রেজওয়ানা করিম ছিনতাইকারীদের কবলে পড়েন। তাদের এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রেজওয়ানার মামাতো ভাই আবির জানান, সকালে উত্তরার ১২নং সেক্টরের বাসা থেকে বেরিয়ে মামি শাহানা ও তার মেয়ে রেজওয়ানা যমুনা ব্যাংকে সাড়ে ৫ লাখ টাকা তুলতে যান। টাকা তুলে একটি প্রাইভেটকারে বাসায় যাচ্ছিলেন। পথে ফ্রেন্ডস ক্লাব মাঠ সংলগ্ন রাস্তায় দুটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত এসে গাড়ির গতিরোধ করে। দুর্বৃত্তরা মামী ও তার মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগ চান। দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। একটি গুলি মামীর হাতে লেগে মামাতো বোনের পায়ে লাগে। পরে দুর্বৃত্তরা টাকার ব্যাগ, ভেনিটিব্যাগ ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। ভেনিটিব্যাগে নগদ কিছু টাকা, জাতীয় পরিচয়পত্র, এটিএম কার্ডসহ বেশকিছু প্রয়োজনীয় জিনিস ছিল। পরে তাদের দ্রুত উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইজনেরই অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শাহানা ও রেজওয়ানা এখন আশঙ্কামুক্ত। আবির আরো জানান, আমার মামা একেএম রেজাউল করিম মাদারীপুর ভূমি অফিসের সাব-রেজিস্ট্রার। নিজেদের ব্যক্তিগত একটি কাজে মামি শাহানা ও তার মেয়ে রেজওয়ানা যমুনা ব্যাংকে টাকা তুলতে গিয়েছিলেন। দুর্বৃত্তদের টাকা ছিনতাইয়ের সময় রেজওয়ানার কোলে তার দেড় বছরের মেয়ে ছিল। গুলির শব্দে মেয়েটি চিৎকার দিয়ে উঠেছিল। উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, দুর্বৃত্তদের ছোঁড়া একটি গুলি মায়ের হাতে লেগে মেয়ের উরুতে লাগে। পরে দুর্বৃত্তরা টাকার ব্যাগ নিয়ে চলে যায়। এ্যাপোলো হাসপাতালে মা ও মেয়ের চিকিৎসা চলছে। ঘটনাস্থলের সিসি ক?্যামেরায় ধারণ করা চিত্র দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। এদিকে, উত্তরায় এত নিরাপত্তার মধ্যেও দিনদুপুরে ফিল্মিস্টাইলে ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই সড়কটিতে পুলিশ সার্বক্ষণিক টহল দিয়ে থাকে। এভাবে প্রকাশ্যে গুলি করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেন।
শিরোনাম
- শাটডাউন : যুক্তরাষ্ট্রে এক দিনে ১৪০০ ফ্লাইট বাতিল
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি শুরু
- ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ নভেম্বর)
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
উত্তরায় ভরদুপুরে গুলি করে ছিনতাই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর