রাজধানীর উত্তরায় দিনদুপুরে মা ও মেয়েকে গুলি করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে ৩নং সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠসংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, জসীমউদ্দীন সড়কের যমুনা ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পরপরই শাহানা করিম ও তার মেয়ে রেজওয়ানা করিম ছিনতাইকারীদের কবলে পড়েন। তাদের এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রেজওয়ানার মামাতো ভাই আবির জানান, সকালে উত্তরার ১২নং সেক্টরের বাসা থেকে বেরিয়ে মামি শাহানা ও তার মেয়ে রেজওয়ানা যমুনা ব্যাংকে সাড়ে ৫ লাখ টাকা তুলতে যান। টাকা তুলে একটি প্রাইভেটকারে বাসায় যাচ্ছিলেন। পথে ফ্রেন্ডস ক্লাব মাঠ সংলগ্ন রাস্তায় দুটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত এসে গাড়ির গতিরোধ করে। দুর্বৃত্তরা মামী ও তার মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগ চান। দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। একটি গুলি মামীর হাতে লেগে মামাতো বোনের পায়ে লাগে। পরে দুর্বৃত্তরা টাকার ব্যাগ, ভেনিটিব্যাগ ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। ভেনিটিব্যাগে নগদ কিছু টাকা, জাতীয় পরিচয়পত্র, এটিএম কার্ডসহ বেশকিছু প্রয়োজনীয় জিনিস ছিল। পরে তাদের দ্রুত উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইজনেরই অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শাহানা ও রেজওয়ানা এখন আশঙ্কামুক্ত। আবির আরো জানান, আমার মামা একেএম রেজাউল করিম মাদারীপুর ভূমি অফিসের সাব-রেজিস্ট্রার। নিজেদের ব্যক্তিগত একটি কাজে মামি শাহানা ও তার মেয়ে রেজওয়ানা যমুনা ব্যাংকে টাকা তুলতে গিয়েছিলেন। দুর্বৃত্তদের টাকা ছিনতাইয়ের সময় রেজওয়ানার কোলে তার দেড় বছরের মেয়ে ছিল। গুলির শব্দে মেয়েটি চিৎকার দিয়ে উঠেছিল। উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, দুর্বৃত্তদের ছোঁড়া একটি গুলি মায়ের হাতে লেগে মেয়ের উরুতে লাগে। পরে দুর্বৃত্তরা টাকার ব্যাগ নিয়ে চলে যায়। এ্যাপোলো হাসপাতালে মা ও মেয়ের চিকিৎসা চলছে। ঘটনাস্থলের সিসি ক?্যামেরায় ধারণ করা চিত্র দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। এদিকে, উত্তরায় এত নিরাপত্তার মধ্যেও দিনদুপুরে ফিল্মিস্টাইলে ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই সড়কটিতে পুলিশ সার্বক্ষণিক টহল দিয়ে থাকে। এভাবে প্রকাশ্যে গুলি করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেন।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
উত্তরায় ভরদুপুরে গুলি করে ছিনতাই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর