রাজধানীর উত্তরায় দিনদুপুরে মা ও মেয়েকে গুলি করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে ৩নং সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠসংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, জসীমউদ্দীন সড়কের যমুনা ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পরপরই শাহানা করিম ও তার মেয়ে রেজওয়ানা করিম ছিনতাইকারীদের কবলে পড়েন। তাদের এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রেজওয়ানার মামাতো ভাই আবির জানান, সকালে উত্তরার ১২নং সেক্টরের বাসা থেকে বেরিয়ে মামি শাহানা ও তার মেয়ে রেজওয়ানা যমুনা ব্যাংকে সাড়ে ৫ লাখ টাকা তুলতে যান। টাকা তুলে একটি প্রাইভেটকারে বাসায় যাচ্ছিলেন। পথে ফ্রেন্ডস ক্লাব মাঠ সংলগ্ন রাস্তায় দুটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত এসে গাড়ির গতিরোধ করে। দুর্বৃত্তরা মামী ও তার মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগ চান। দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। একটি গুলি মামীর হাতে লেগে মামাতো বোনের পায়ে লাগে। পরে দুর্বৃত্তরা টাকার ব্যাগ, ভেনিটিব্যাগ ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। ভেনিটিব্যাগে নগদ কিছু টাকা, জাতীয় পরিচয়পত্র, এটিএম কার্ডসহ বেশকিছু প্রয়োজনীয় জিনিস ছিল। পরে তাদের দ্রুত উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইজনেরই অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শাহানা ও রেজওয়ানা এখন আশঙ্কামুক্ত। আবির আরো জানান, আমার মামা একেএম রেজাউল করিম মাদারীপুর ভূমি অফিসের সাব-রেজিস্ট্রার। নিজেদের ব্যক্তিগত একটি কাজে মামি শাহানা ও তার মেয়ে রেজওয়ানা যমুনা ব্যাংকে টাকা তুলতে গিয়েছিলেন। দুর্বৃত্তদের টাকা ছিনতাইয়ের সময় রেজওয়ানার কোলে তার দেড় বছরের মেয়ে ছিল। গুলির শব্দে মেয়েটি চিৎকার দিয়ে উঠেছিল। উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, দুর্বৃত্তদের ছোঁড়া একটি গুলি মায়ের হাতে লেগে মেয়ের উরুতে লাগে। পরে দুর্বৃত্তরা টাকার ব্যাগ নিয়ে চলে যায়। এ্যাপোলো হাসপাতালে মা ও মেয়ের চিকিৎসা চলছে। ঘটনাস্থলের সিসি ক?্যামেরায় ধারণ করা চিত্র দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। এদিকে, উত্তরায় এত নিরাপত্তার মধ্যেও দিনদুপুরে ফিল্মিস্টাইলে ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই সড়কটিতে পুলিশ সার্বক্ষণিক টহল দিয়ে থাকে। এভাবে প্রকাশ্যে গুলি করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেন।
শিরোনাম
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
উত্তরায় ভরদুপুরে গুলি করে ছিনতাই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর