বাগেরহাটের পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে আবারও মারা পড়েছে ১৯টি কুমিরের বাচ্চা। শনিবার ও রবিবার রাতে প্রজনন কেন্দ্রের প্যানে (কৃত্রিম পুকুর) হানা দিয়ে এসব কুমিরের বাচ্চা খেয়ে ফেলে সুন্দরবনের মাংসভোজী কোনো হিংস প্রাণী। গত দুই দিনে কুমিরের ওই ১৯ বাচ্চার খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করেছেন প্রজনন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা। তবে শনিবার রাতে ১৯ কুমিরের বাচ্চা খেয়ে ফেলে পার পেয়ে গেলেও রবিবার রাতে আবারও প্যানে কুমিরের বাচ্চা খেতে এসে ক্যামেরা ট্র্যাপিংয়ে ধরা পড়ে গুলিতে মারা গেল চিতা বিড়াল (লেপার্ট ক্যাট)। এ নিয়ে গত পাঁচ দিনের ব্যবধানে ৪৩টি কুমিরের বাচ্চা চুরি ও হিংস প্রাণীর আক্রমণে মারা গেল আরও ১৯টি কুমিরের বাচ্চা। সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, এর আগে ১ ফেব্রুয়ারি রাতে প্রজনন কেন্দ্রের দুটি প্যান থেকে ৪৩টি কুমিরের বাচ্চা পাচার বা চুরির ঘটনা ঘটে। এ সময় পাচারকারীরা ৪৩টি কুমিরের বাচ্চার মধ্যে ৯টিকে মেরে পরিকল্পিতভাবে ফেলে রেখে যায়। ওই চুরির ঘটনায় জড়িত থাকায় করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের বনকর্মী (লস্কর) মাহাবুব হোসেনকে সাময়িক বরখাস্ত ও জাকির হোসেন নামে এক অস্থায়ী কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। এ ব্যাপারে প্রজনন কেন্দ্রের এ দুজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত পাচারকারীদের নামে দাকোপ থানায় মামলা করা হয়। কুমিরের বাচ্চা পাচারের ঘটনার রেশ কাটতে না কাটতেই করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কুমিরের বাচ্চাগুলোর প্যানে শনিবার দিবাগত রাতে হানা দেয় মাংসভোজী হিংস প্রাণী। মেরে ফেলে ১৯টি কুমিরের বাচ্চা। আবারও কুমিরের বাচ্চা মারা যাওয়ার খবর পেয়ে করমজলে ছুটে আসেন সুুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম। সাধারণ ডায়েরি করা হয় দাকোপ থানায়। ১৯টি কুমিরের বাচ্চা মারা যাওয়ার বিষয়টি নাশকতা বা অন্য কিছু কিনা তা জানতে প্যানগুলোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি ক্যামেরা ট্র্যাপিং করা হয়। রবিবার রাতে ক্যামেরা ট্র্যাপিংয়ে ধরা পড়ে মাংসভোজী এক হিংস প্রাণী চিতা বিড়াল। সঙ্গে সঙ্গেই গুলি করে মেরে ফেলা হয় চিতা বিড়ালটিকে।
শিরোনাম
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা