বাগেরহাটের পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে আবারও মারা পড়েছে ১৯টি কুমিরের বাচ্চা। শনিবার ও রবিবার রাতে প্রজনন কেন্দ্রের প্যানে (কৃত্রিম পুকুর) হানা দিয়ে এসব কুমিরের বাচ্চা খেয়ে ফেলে সুন্দরবনের মাংসভোজী কোনো হিংস প্রাণী। গত দুই দিনে কুমিরের ওই ১৯ বাচ্চার খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করেছেন প্রজনন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা। তবে শনিবার রাতে ১৯ কুমিরের বাচ্চা খেয়ে ফেলে পার পেয়ে গেলেও রবিবার রাতে আবারও প্যানে কুমিরের বাচ্চা খেতে এসে ক্যামেরা ট্র্যাপিংয়ে ধরা পড়ে গুলিতে মারা গেল চিতা বিড়াল (লেপার্ট ক্যাট)। এ নিয়ে গত পাঁচ দিনের ব্যবধানে ৪৩টি কুমিরের বাচ্চা চুরি ও হিংস প্রাণীর আক্রমণে মারা গেল আরও ১৯টি কুমিরের বাচ্চা। সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, এর আগে ১ ফেব্রুয়ারি রাতে প্রজনন কেন্দ্রের দুটি প্যান থেকে ৪৩টি কুমিরের বাচ্চা পাচার বা চুরির ঘটনা ঘটে। এ সময় পাচারকারীরা ৪৩টি কুমিরের বাচ্চার মধ্যে ৯টিকে মেরে পরিকল্পিতভাবে ফেলে রেখে যায়। ওই চুরির ঘটনায় জড়িত থাকায় করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের বনকর্মী (লস্কর) মাহাবুব হোসেনকে সাময়িক বরখাস্ত ও জাকির হোসেন নামে এক অস্থায়ী কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। এ ব্যাপারে প্রজনন কেন্দ্রের এ দুজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত পাচারকারীদের নামে দাকোপ থানায় মামলা করা হয়। কুমিরের বাচ্চা পাচারের ঘটনার রেশ কাটতে না কাটতেই করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কুমিরের বাচ্চাগুলোর প্যানে শনিবার দিবাগত রাতে হানা দেয় মাংসভোজী হিংস প্রাণী। মেরে ফেলে ১৯টি কুমিরের বাচ্চা। আবারও কুমিরের বাচ্চা মারা যাওয়ার খবর পেয়ে করমজলে ছুটে আসেন সুুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম। সাধারণ ডায়েরি করা হয় দাকোপ থানায়। ১৯টি কুমিরের বাচ্চা মারা যাওয়ার বিষয়টি নাশকতা বা অন্য কিছু কিনা তা জানতে প্যানগুলোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি ক্যামেরা ট্র্যাপিং করা হয়। রবিবার রাতে ক্যামেরা ট্র্যাপিংয়ে ধরা পড়ে মাংসভোজী এক হিংস প্রাণী চিতা বিড়াল। সঙ্গে সঙ্গেই গুলি করে মেরে ফেলা হয় চিতা বিড়ালটিকে।
শিরোনাম
- দেশের সব গ্যাস কূপে ড্রিলিং কাজ ৭২ ঘণ্টা বন্ধ রাখার পরামর্শ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
প্রকৃতি
চিতা বিড়ালের পেটে কুমিরের ১৯ বাচ্চা
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর