বাগেরহাটের পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে আবারও মারা পড়েছে ১৯টি কুমিরের বাচ্চা। শনিবার ও রবিবার রাতে প্রজনন কেন্দ্রের প্যানে (কৃত্রিম পুকুর) হানা দিয়ে এসব কুমিরের বাচ্চা খেয়ে ফেলে সুন্দরবনের মাংসভোজী কোনো হিংস প্রাণী। গত দুই দিনে কুমিরের ওই ১৯ বাচ্চার খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করেছেন প্রজনন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা। তবে শনিবার রাতে ১৯ কুমিরের বাচ্চা খেয়ে ফেলে পার পেয়ে গেলেও রবিবার রাতে আবারও প্যানে কুমিরের বাচ্চা খেতে এসে ক্যামেরা ট্র্যাপিংয়ে ধরা পড়ে গুলিতে মারা গেল চিতা বিড়াল (লেপার্ট ক্যাট)। এ নিয়ে গত পাঁচ দিনের ব্যবধানে ৪৩টি কুমিরের বাচ্চা চুরি ও হিংস প্রাণীর আক্রমণে মারা গেল আরও ১৯টি কুমিরের বাচ্চা। সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, এর আগে ১ ফেব্রুয়ারি রাতে প্রজনন কেন্দ্রের দুটি প্যান থেকে ৪৩টি কুমিরের বাচ্চা পাচার বা চুরির ঘটনা ঘটে। এ সময় পাচারকারীরা ৪৩টি কুমিরের বাচ্চার মধ্যে ৯টিকে মেরে পরিকল্পিতভাবে ফেলে রেখে যায়। ওই চুরির ঘটনায় জড়িত থাকায় করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের বনকর্মী (লস্কর) মাহাবুব হোসেনকে সাময়িক বরখাস্ত ও জাকির হোসেন নামে এক অস্থায়ী কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। এ ব্যাপারে প্রজনন কেন্দ্রের এ দুজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত পাচারকারীদের নামে দাকোপ থানায় মামলা করা হয়। কুমিরের বাচ্চা পাচারের ঘটনার রেশ কাটতে না কাটতেই করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কুমিরের বাচ্চাগুলোর প্যানে শনিবার দিবাগত রাতে হানা দেয় মাংসভোজী হিংস প্রাণী। মেরে ফেলে ১৯টি কুমিরের বাচ্চা। আবারও কুমিরের বাচ্চা মারা যাওয়ার খবর পেয়ে করমজলে ছুটে আসেন সুুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম। সাধারণ ডায়েরি করা হয় দাকোপ থানায়। ১৯টি কুমিরের বাচ্চা মারা যাওয়ার বিষয়টি নাশকতা বা অন্য কিছু কিনা তা জানতে প্যানগুলোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি ক্যামেরা ট্র্যাপিং করা হয়। রবিবার রাতে ক্যামেরা ট্র্যাপিংয়ে ধরা পড়ে মাংসভোজী এক হিংস প্রাণী চিতা বিড়াল। সঙ্গে সঙ্গেই গুলি করে মেরে ফেলা হয় চিতা বিড়ালটিকে।
শিরোনাম
- দুই ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭