বাউল মেলা বসেছে নরসিংদীর মেঘনার তীরে। বাউল ঠাকুরের আখড়া ধামকে ঘিরে এ মেলায় ধর্ম-বর্ণ-জাত-পাত নির্বিশেষে হাজার হাজার নারী-পুরুষ মিলিত হয়েছেন। মানুষের ঢলে জমজমাট হয়ে উঠেছে সপ্তাহব্যাপী আয়োজন। সংশ্লিষ্টরা জানান, ৮ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত এ মেলা ৬০০ বছরের ঐতিহ্যকে ধারণ করছে। নরসিংদীর মেঘনার তীরে অবস্থিত বাউল ঠাকুরের আখড়া ধামকে ঘিরে প্রতি বছর এ বাউলের মেলা বসে। এতে ভারত-নেপালসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাউল সাধকরাও অংশ নেন। এবারও রাজধানী ঢাকাসহ দেশ-বিদেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ ও শিশু এ মেলা দেখতে এসেছেন। আয়োজকদের সূত্রে জানা গেছে, মেলার তৃতীয় দিন গতকাল মাঘী পূর্ণিমায় বাউল ঠাকুরের মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। মেলার উদ্যোক্তা ডা. সাধন বাউল, মৃদুল বাউল মিণ্টু ও প্রাণেশ বাউল ঝণ্টু এই মেলার সার্বিক ব্যবস্থাপনা ও সার্বক্ষণিক তদারকি করছেন। মেলায় আমদানি হয়েছে বাঙালির আদি অকৃত্রিম কৃষি উপকরণ, কৃষিপণ্য, কৃষিজাত দ্রব্য, গৃহের আসবাবপত্র, গৃহস্থালির তৈজসপত্র, মাটির তৈরি জিনিসপত্র, খেলনা, বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য, খাদ্যদ্রব্য, ঢেঁকি, গাইল, ছেহাইট, চঙ্গ, লাঙ্গল-জোয়াল, উমবাড়ী, লাঙ্গলের ঈশ, ফাল, আঁচড়া এবং ছেলেমেয়েদের প্রাচীন খেলনা, বাঁশি ইত্যাদি। বাউল আখড়ার তত্ত্বাবধায়ক ডা. প্রাণেশ কুমার বাউল ঝণ্টু বলেন, দেশ ও বিদেশ থেকে কয়েকশ বাউল ও আমাদের অনুসারীরা এই মেলায় যোগ দিয়েছেন। মানবের মিলনের তাগিদে তারা সবাই এখানে এসেছেন। এখানে জাতি-ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ নেই। আমাদের বিশ্বাস, একদিন সব ধর্মের ভেদাভেদ ভুলে পৃথিবীর সবাই একটি ধর্মে মিলিত হবেন— সেটা হলো মানব ধর্ম।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ঐতিহ্য
বাউল মেলা মেঘনার তীরে
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর