রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিল বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি

জেলার পাটগ্রাম উপজেলার জগেবড় ইউনিয়নের নাজিরগোমানী সীমান্ত থেকে শুক্রবার রাতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বিজিবি ও এলাকাবাসী জানায়, শ্রীরামপুর ইউনিয়নের বেলবাড়ী এলাকার লাল মিয়ার ছেলে রহিমুদ্দিন (৩০) ও আব্বাস আলীর ছেলে হাসান আলীসহ (৪৫) আরও ১০/১২ জনের একটি দল মেইন পিলার ৮৬৮ এর সাব পিলার ৩ এর সীমান্ত এলাকা দিয়ে রাতে গরু আনতে গেলে ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আওতাধীন সাতগাছিয়া বিএসএফ ধাওয়া করে দুজনকে ধরে নিয়ে যায়। অন্যরা পালিয়ে চলে আসে। বিএসএফের হাতে আটক রহিমুদ্দিন ও হাসান আলীকে বেদম মারপিট করে মাথাভাঙ্গা পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। এ ঘটনায় লালমনিরহাট ১৫ বিজিবি নাজির গোমানী বিওপি’র পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পত্র দেওয়া হলে ভারতের সাতগাছিয়া বিএসএফ তা প্রত্যাখান করে। লালমনিরহাট ১৫ বিজিবি’র পরিচালক লে.কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতি ঘটনার সত্যতা স্বীকার করেন।

সর্বশেষ খবর