কুড়িগ্রামের ফুলবাড়ীতে কথিত সেচ পাম্প চুরির স্বীকারোক্তি আদায়ের সময় নির্মম নির্যাতন করে শহিদুল ইসলাম (৩৭) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবক উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের এরশাদ আলী গেতুর ছেলে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ আজিজুল ইসলাম (৪০) নামের এক নির্যাতনকারীকে আটক করেছে। এদিকে সন্তান হারিয়ে শোকার্ত মা ও স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার রাত ৮টায় ওই যুবককে (শহিদুল ইসলামকে) তুলে নিয়ে গিয়ে উপজেলার চর গোড়কমণ্ডলের ভুট্টা খেতে নির্যাতন করা হয়। বৃহস্পতিবার সকালে ওই এলাকার জর্জি মিয়ার খড়ের গাদায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সাড়ে ১০টায় ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। ওইদিন রাত ১টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ, এলাকাবাসী ও নিহতের মা সুফিয়া খাতুন জানান, গোরকমণ্ডলের নুর হোসেন (৩০), আজিজুল ইসলাম (৪০)সহ একদল মাদক চোরাকারবারি ওই এলাকার মাঝিপাড়া থেকে শহিদুলকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করেন। এ সময় শহিদুলের দুই হাঁটুর নিচে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কোপানো হয়। তিনি চিৎকার শুরু করলে লোহার কাটিং প্লাস দিয়ে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির নখ তুলে রগ কেটে দেওয়া হয়। গতকাল শহিদুলের গ্রামের বাড়ি গিয়ে দেখা যায় বৃদ্ধা মা বিলাপ করছেন, ‘আমার ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে তারা নির্মমভাবে হত্যা করেছে।’ শহিদুলের ছেলে সুমন (১৩) হাউমাউ করে কেঁদে বলছে, ‘আমি এই পাষণ্ডদের ফাঁসি চাই।’ স্থানীয় এনামুল (৪০), আতাউর (৩০), আনোয়ার (৪২), বাবুল (৪৫) জানান, ‘এ হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত। যারা তাকে চোর বানানোর কথা বলে নির্যাতন করে হত্যা করেছেন তারা তো চিহ্নিত মাদক ব্যবসায়ী। কাউকে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা যায় না। আমরা এর দৃষ্টান্ত শাস্তি দাবি জানাচ্ছি।’ নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী বলেন, কী কারণে হত্যাকাণ্ড হয়েছে তা তিনি জানেন না। ফুলবাড়ী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) এফতেখারুল জানান, ‘শহিদুলের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।’ ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ বি এম রেজাউল ইসলাম জানান, ‘হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত। কেউ কাউকে এভাবে নির্যাতন করে হত্যা করতে পারে না।’
শিরোনাম
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া
- সরাইলে দক্ষ সমবায়ী গঠনের লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ
- সিলেটে আওয়ামী লীগ নেতা খুন: ছেলে ৩ দিনের রিমান্ডে
- সত্যিই কি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে চীন ও পাকিস্তান?
- বরিশালে গ্রাম আদালতে মামলা নিষ্পত্তির হার ৯০ শতাংশ
- বিজয় হত্যা মামলা: সাবেক এমপি মিল্লাতসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
- গাইবান্ধায় বিএনপির উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১২৬২
- মেহেরপুরে সদর উপজেলার উদ্যোগে বাইসাইকেল ও হুইলচেয়ার বিতরণ
- কমলা হ্যারিসকে প্রার্থী করা ভুল ছিল: জর্জ ক্লুনি
- এআই পাওয়ারহাউস হবে সৌদি আরব, ১ ট্রিলিয়ন ডলারে বানাচ্ছে ডেটা সেন্টার
- দিনাজপুরে দ্বিতীয় দিনেও সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান
- স্পেনের অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নজিরবিহীন বিচার শুরু
- নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভার নির্দেশ ইসির
- বাজুসের নতুন প্রেসিডেন্ট এনামুল হক খান
- কুমিল্লায় গাঁজার প্যাকেটে মিলল ২ ভারতীয় পিস্তল
- ভেনেজুয়েলায় যুদ্ধে জড়াচ্ছে না যুক্তরাষ্ট্র, তবে মাদুরোর দিন শেষ: ট্রাম্প
- রাশিয়ার সহায়তায় নতুন আটটি পারমাণু স্থাপনা নির্মাণ করছে ইরান
- ঝিনাইদহে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫
স্বীকারোক্তি আদায়ে নির্মম নির্যাতন যুবকের মৃত্যু
ফুলবাড়ী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর