কম সময়ে অল্প খরচে লাভজনক মুলার বীজ চাষ। এখন মাঠের পর মাঠ মুলার বীজের সাদা ফুলে ফুলে ভরা। বীরগঞ্জের পলাশবাড়ী ইউনিয়নে এ চাষ চোখে পড়ার মতো। ৫০০ একরের অধিক জমিতে মুলার বীজ চাষ হচ্ছে। এ এলাকায় বেশি তাসাকিষাণ, পিংকি, আর্লি-৪০, রকি জাতের মুলার বীজের চাষ বেশি হয়েছে। গতবারের চেয়ে এবার বীজের ফলন বেশি পাবেন বলে আশা করছে কৃষকরা। বীজ চাষে কৃষি বিভাগের পরামর্শ ও কয়েকটি বীজ কোম্পানির সহযোগিতায় এবার এ চাষ বৃদ্ধি পেয়েছে। একরে ৫৫০ থেকে ৬০০ কেজি বীজ পাওয়া যায়। আর বিক্রি হয় ৮০-১০০ টাকা কেজি দরে। একর প্রতি কৃষকের খরচ বাদে লাভ হয় ২৫-৩৫ হাজার টাকা। বীরগঞ্জের পলাশবাড়ী ইউপির ঝলঝলি গ্রামের নজরুল ইসলাম জানান, আমি এক একর জমিতে এবার মুলার বীজ চাষ করেছি। এক বিঘা জমিতে মুলার বীজ চাষ করতে খরচ হয় ৫-৬ হাজার টাকা এবং উৎপাদিত মুলার বীজ বিক্রি করে পাওয়া যায় ২৫-৩০ হাজার টাকা। আর এ বীজ চাষে সময়ও কম লাগে। মাঘ মাস থেকে বীজ ফেলে বীজ উৎপাদনে চাষ শুরু হয়। আর চৈত্র মাসেই এ বীজ সংগ্রহ করে বিক্রি করা যায়। আগামীতে আরও বেশি জমিতে এ বীজ চাষ করব। মুলার বীজ চাষি জিতেন্দ্রনাথ, কেদারনাথ, আকসাদ আলী, রুস্তম আলী, শফিউল ইসলামসহ অনেকে জানালেন, স্বল্প সময়ে অল্প খরচে মুলার বীজ চাষ লাভজনক হওয়ায় এ অঞ্চলে ব্যাপকহারে বাড়ছে চাষ। আর সহযোগিতার জন্য এগিয়ে এসেছে অনেক বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠান। বিভিন্ন বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠান কৃষকদের বীজ সরবরাহ করে এবং মুলার বীজ আবার ক্রয় করে নেয়। বীরগঞ্জ উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহজাহান আলী জানান, মুলার বীজ চাষ লাভজনক হওয়ায় এলাকার কৃষকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ফুল ফোটার সময় ব্লাস্টসহ কিছু রোগ দেখা দিলেও এবার কোনো সমস্যা হয়নি। তাই ফলনও ভালো হবে। দিন দিন এর ব্যাপ্তি বাড়ছে। বিভিন্ন বিষয়ে কৃষি বিভাগ সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছে।
শিরোনাম
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন
- ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া