দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউপির কমরপুর গ্রাম, যেখানে নারীরা ঘরে বসে তৈরি করছেন কার্পেট। এ কাজই তাদের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনার পথ করে দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, অভাব-অনটনের সংসারে খরচ সামলাতে স্বামীকে সহযোগিতা ছাড়াও ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালাতে নারীরা এ পেশা বেছে নিয়েছেন। সে অনুযায়ী তারা মূলত কার্পেট, পাপোশ, জায়নামাজ তৈরি করছেন। এতেকরে সংসারের অভাব যেমন দূর হয়েছে, তেমন জীবনযাপনেও সচ্ছলতা এসেছে। কমরপুর গ্রামের প্রায় ২০০ পরিবার এভাবে ঘুরে দাঁড়িয়েছে। নারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা কার্পেট তৈরির উপকরণ সংগ্রহ করেন বেসরকারি একটি সংস্থা থেকে। তাদের কার্পেট দিনাজপুর, রংপুর ছাড়া রাজধানী ঢাকার বাজারেও সমাদৃত হচ্ছে। গ্রামের কালিতলার অবিনাস রায়ের মেয়ে স্নাতক শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী বিনা রায় এ কাজে যুক্ত হয়ে বলেন, ‘আমার বাবা লেখাপড়ার আনুষঙ্গিক খরচ দিতে পারছিলেন না। নানা ক্ষেত্রে অভাব ছিলই। তাই আমি পড়ালেখার পাশাপাশি এ কাজ বেছে নিয়েছি। অবসরে কার্পেট তৈরি করি। এতে যে আয় হয় তা থেকে সংসারে কিছু দিতে পারছি, আমার নিজের সব খরচও চালাতে পারছি। ৫ ফুটের একটি কার্পেট তৈরি করে ৩০০ টাকা পাই। একটা তৈরি করতে অন্তত দুই দিন লাগে।’ এই কাজে যুক্ত কমরপুর গ্রামের সাবিত্রী বলেন, ‘সংসারে অভাব-অনটন লেগেই ছিল। এ অবস্থায় আমি আরডিআর নামে একটি সংস্থায় কার্পেট তৈরির ট্রেনিং নিই। তারপর থেকে কার্পেট এবং জায়নামাজ তৈরি করছি। প্রতি জায়নামাজে ১২৫ টাকা আয় করি। এভাবে মাসে কমপক্ষে ৩ থেকে ৪ হাজার টাকা আয় হচ্ছে। এখন আর সংসারে কোনো অভাব নেই।’
শিরোনাম
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
ঐতিহ্য
কমরপুরের ঘরে ঘরে কার্পেট তৈরির ধুম
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর