দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউপির কমরপুর গ্রাম, যেখানে নারীরা ঘরে বসে তৈরি করছেন কার্পেট। এ কাজই তাদের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনার পথ করে দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, অভাব-অনটনের সংসারে খরচ সামলাতে স্বামীকে সহযোগিতা ছাড়াও ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালাতে নারীরা এ পেশা বেছে নিয়েছেন। সে অনুযায়ী তারা মূলত কার্পেট, পাপোশ, জায়নামাজ তৈরি করছেন। এতেকরে সংসারের অভাব যেমন দূর হয়েছে, তেমন জীবনযাপনেও সচ্ছলতা এসেছে। কমরপুর গ্রামের প্রায় ২০০ পরিবার এভাবে ঘুরে দাঁড়িয়েছে। নারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা কার্পেট তৈরির উপকরণ সংগ্রহ করেন বেসরকারি একটি সংস্থা থেকে। তাদের কার্পেট দিনাজপুর, রংপুর ছাড়া রাজধানী ঢাকার বাজারেও সমাদৃত হচ্ছে। গ্রামের কালিতলার অবিনাস রায়ের মেয়ে স্নাতক শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী বিনা রায় এ কাজে যুক্ত হয়ে বলেন, ‘আমার বাবা লেখাপড়ার আনুষঙ্গিক খরচ দিতে পারছিলেন না। নানা ক্ষেত্রে অভাব ছিলই। তাই আমি পড়ালেখার পাশাপাশি এ কাজ বেছে নিয়েছি। অবসরে কার্পেট তৈরি করি। এতে যে আয় হয় তা থেকে সংসারে কিছু দিতে পারছি, আমার নিজের সব খরচও চালাতে পারছি। ৫ ফুটের একটি কার্পেট তৈরি করে ৩০০ টাকা পাই। একটা তৈরি করতে অন্তত দুই দিন লাগে।’ এই কাজে যুক্ত কমরপুর গ্রামের সাবিত্রী বলেন, ‘সংসারে অভাব-অনটন লেগেই ছিল। এ অবস্থায় আমি আরডিআর নামে একটি সংস্থায় কার্পেট তৈরির ট্রেনিং নিই। তারপর থেকে কার্পেট এবং জায়নামাজ তৈরি করছি। প্রতি জায়নামাজে ১২৫ টাকা আয় করি। এভাবে মাসে কমপক্ষে ৩ থেকে ৪ হাজার টাকা আয় হচ্ছে। এখন আর সংসারে কোনো অভাব নেই।’
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
ঐতিহ্য
কমরপুরের ঘরে ঘরে কার্পেট তৈরির ধুম
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর