দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউপির কমরপুর গ্রাম, যেখানে নারীরা ঘরে বসে তৈরি করছেন কার্পেট। এ কাজই তাদের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনার পথ করে দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, অভাব-অনটনের সংসারে খরচ সামলাতে স্বামীকে সহযোগিতা ছাড়াও ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালাতে নারীরা এ পেশা বেছে নিয়েছেন। সে অনুযায়ী তারা মূলত কার্পেট, পাপোশ, জায়নামাজ তৈরি করছেন। এতেকরে সংসারের অভাব যেমন দূর হয়েছে, তেমন জীবনযাপনেও সচ্ছলতা এসেছে। কমরপুর গ্রামের প্রায় ২০০ পরিবার এভাবে ঘুরে দাঁড়িয়েছে। নারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা কার্পেট তৈরির উপকরণ সংগ্রহ করেন বেসরকারি একটি সংস্থা থেকে। তাদের কার্পেট দিনাজপুর, রংপুর ছাড়া রাজধানী ঢাকার বাজারেও সমাদৃত হচ্ছে। গ্রামের কালিতলার অবিনাস রায়ের মেয়ে স্নাতক শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী বিনা রায় এ কাজে যুক্ত হয়ে বলেন, ‘আমার বাবা লেখাপড়ার আনুষঙ্গিক খরচ দিতে পারছিলেন না। নানা ক্ষেত্রে অভাব ছিলই। তাই আমি পড়ালেখার পাশাপাশি এ কাজ বেছে নিয়েছি। অবসরে কার্পেট তৈরি করি। এতে যে আয় হয় তা থেকে সংসারে কিছু দিতে পারছি, আমার নিজের সব খরচও চালাতে পারছি। ৫ ফুটের একটি কার্পেট তৈরি করে ৩০০ টাকা পাই। একটা তৈরি করতে অন্তত দুই দিন লাগে।’ এই কাজে যুক্ত কমরপুর গ্রামের সাবিত্রী বলেন, ‘সংসারে অভাব-অনটন লেগেই ছিল। এ অবস্থায় আমি আরডিআর নামে একটি সংস্থায় কার্পেট তৈরির ট্রেনিং নিই। তারপর থেকে কার্পেট এবং জায়নামাজ তৈরি করছি। প্রতি জায়নামাজে ১২৫ টাকা আয় করি। এভাবে মাসে কমপক্ষে ৩ থেকে ৪ হাজার টাকা আয় হচ্ছে। এখন আর সংসারে কোনো অভাব নেই।’
শিরোনাম
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন
- ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া