দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউপির কমরপুর গ্রাম, যেখানে নারীরা ঘরে বসে তৈরি করছেন কার্পেট। এ কাজই তাদের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনার পথ করে দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, অভাব-অনটনের সংসারে খরচ সামলাতে স্বামীকে সহযোগিতা ছাড়াও ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালাতে নারীরা এ পেশা বেছে নিয়েছেন। সে অনুযায়ী তারা মূলত কার্পেট, পাপোশ, জায়নামাজ তৈরি করছেন। এতেকরে সংসারের অভাব যেমন দূর হয়েছে, তেমন জীবনযাপনেও সচ্ছলতা এসেছে। কমরপুর গ্রামের প্রায় ২০০ পরিবার এভাবে ঘুরে দাঁড়িয়েছে। নারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা কার্পেট তৈরির উপকরণ সংগ্রহ করেন বেসরকারি একটি সংস্থা থেকে। তাদের কার্পেট দিনাজপুর, রংপুর ছাড়া রাজধানী ঢাকার বাজারেও সমাদৃত হচ্ছে। গ্রামের কালিতলার অবিনাস রায়ের মেয়ে স্নাতক শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী বিনা রায় এ কাজে যুক্ত হয়ে বলেন, ‘আমার বাবা লেখাপড়ার আনুষঙ্গিক খরচ দিতে পারছিলেন না। নানা ক্ষেত্রে অভাব ছিলই। তাই আমি পড়ালেখার পাশাপাশি এ কাজ বেছে নিয়েছি। অবসরে কার্পেট তৈরি করি। এতে যে আয় হয় তা থেকে সংসারে কিছু দিতে পারছি, আমার নিজের সব খরচও চালাতে পারছি। ৫ ফুটের একটি কার্পেট তৈরি করে ৩০০ টাকা পাই। একটা তৈরি করতে অন্তত দুই দিন লাগে।’ এই কাজে যুক্ত কমরপুর গ্রামের সাবিত্রী বলেন, ‘সংসারে অভাব-অনটন লেগেই ছিল। এ অবস্থায় আমি আরডিআর নামে একটি সংস্থায় কার্পেট তৈরির ট্রেনিং নিই। তারপর থেকে কার্পেট এবং জায়নামাজ তৈরি করছি। প্রতি জায়নামাজে ১২৫ টাকা আয় করি। এভাবে মাসে কমপক্ষে ৩ থেকে ৪ হাজার টাকা আয় হচ্ছে। এখন আর সংসারে কোনো অভাব নেই।’
শিরোনাম
- জামায়াত-এনসিপিসহ ৬ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ
- টরন্টোয় শিরীন চৌধুরীর ‘পরান যাহা চায়’ সঙ্গীত সন্ধ্যা
- সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
- 'ব্যানফ ফেস্টিভালে' এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
ঐতিহ্য
কমরপুরের ঘরে ঘরে কার্পেট তৈরির ধুম
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর