দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউপির কমরপুর গ্রাম, যেখানে নারীরা ঘরে বসে তৈরি করছেন কার্পেট। এ কাজই তাদের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনার পথ করে দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, অভাব-অনটনের সংসারে খরচ সামলাতে স্বামীকে সহযোগিতা ছাড়াও ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালাতে নারীরা এ পেশা বেছে নিয়েছেন। সে অনুযায়ী তারা মূলত কার্পেট, পাপোশ, জায়নামাজ তৈরি করছেন। এতেকরে সংসারের অভাব যেমন দূর হয়েছে, তেমন জীবনযাপনেও সচ্ছলতা এসেছে। কমরপুর গ্রামের প্রায় ২০০ পরিবার এভাবে ঘুরে দাঁড়িয়েছে। নারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা কার্পেট তৈরির উপকরণ সংগ্রহ করেন বেসরকারি একটি সংস্থা থেকে। তাদের কার্পেট দিনাজপুর, রংপুর ছাড়া রাজধানী ঢাকার বাজারেও সমাদৃত হচ্ছে। গ্রামের কালিতলার অবিনাস রায়ের মেয়ে স্নাতক শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী বিনা রায় এ কাজে যুক্ত হয়ে বলেন, ‘আমার বাবা লেখাপড়ার আনুষঙ্গিক খরচ দিতে পারছিলেন না। নানা ক্ষেত্রে অভাব ছিলই। তাই আমি পড়ালেখার পাশাপাশি এ কাজ বেছে নিয়েছি। অবসরে কার্পেট তৈরি করি। এতে যে আয় হয় তা থেকে সংসারে কিছু দিতে পারছি, আমার নিজের সব খরচও চালাতে পারছি। ৫ ফুটের একটি কার্পেট তৈরি করে ৩০০ টাকা পাই। একটা তৈরি করতে অন্তত দুই দিন লাগে।’ এই কাজে যুক্ত কমরপুর গ্রামের সাবিত্রী বলেন, ‘সংসারে অভাব-অনটন লেগেই ছিল। এ অবস্থায় আমি আরডিআর নামে একটি সংস্থায় কার্পেট তৈরির ট্রেনিং নিই। তারপর থেকে কার্পেট এবং জায়নামাজ তৈরি করছি। প্রতি জায়নামাজে ১২৫ টাকা আয় করি। এভাবে মাসে কমপক্ষে ৩ থেকে ৪ হাজার টাকা আয় হচ্ছে। এখন আর সংসারে কোনো অভাব নেই।’
শিরোনাম
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
- রবিবার আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ
- ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন
- যুদ্ধবিরতির পরেও ২৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৮৩৩
- ক্যারিবিয়ান দেশগুলো আক্রমণে মিথ্যা নাটক সাজাচ্ছে আমেরিকা: মাদুরো
- সাংবাদিক সুভাষ সিংহের ব্যাংক হিসাব অবরুদ্ধ
- টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড স্থাপন, আনন্দমুখর শিক্ষার নতুন দিগন্ত
- সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
- বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- গণভোটের ব্যালটে থাকছে যে প্রশ্ন
- ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত
- যাত্রাবাড়ীতে চুরির মিথ্যা অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যা
- ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন
- বগুড়ায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩