বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

দিনভর সিআইডি কার্যালয়ে তনুর পরিবার

নিজস্ব প্রতিবেদক ও কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ ছাত্রী নিহত সোহাগী জাহান তনুর পরিবার গতকাল দিনভর ছিল ঢাকা সিআইডি কার্যালয়ে। এ সময় পুরনো বিষয় নিয়েই পরিবারের পাঁচ সদস্যের সঙ্গে কথা বলেছেন সিআইডি কর্মকর্তারা।

তনুর ভাই আনোয়ার হোসেন রুবেল বলেন, গতকাল সকাল ৬টায় কুমিল্লা সেনানিবাসের বাসা থেকে সিআইডির গাড়িতে করে ঢাকা যান তার বাবা ইয়ার হোসেন, মা আনোয়ারা বেগম, চাচাতো বোন লাইজু ও চাচাতো ভাই মিনহাজ। রুবেল ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি ঢাকা থেকে সিআইডি অফিসে যান। তিনি বলেন, দিনভর পরিবারের পাঁচজন সদস্যকে পুরনো বিষয়গুলোই জিজ্ঞেস করেন ঢাকা ও সিআইডি কুমিল্লার কর্মকর্তারা। রহস্য উদঘাটনে তার মা আনোয়ারা বেগম সিআইডির নিকট সার্জেন্ট জাহিদ ও তার স্ত্রীকে আইনের আওতায় আনার দাবি জানান। কারণ তাদের বাসায় টিউশনি করতে যাওয়ার পর জঙ্গলে তনুর মরদেহ পাওয়া যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদ বরাবরের মতো বলছেন, তনু হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করতে সিআইডি কাজ করে যাচ্ছে। তনুর পরিবারের সূত্র জানায়, গত বছরের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভিতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর ফেরেননি তনু। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে সেনানিবাসের ভিতর একটি জঙ্গলে তার মরদেহ পায়। পরদিন তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ও ডিবির পর গত বছরের পয়লা এপ্রিল মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি। দুই দফা ময়নাতদন্তের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগ তনুর মৃত্যুর সুস্পষ্ট কারণ উল্লেখ করেনি। গত বছরের মে মাসে সিআইডি তনুর জামা-কাপড় থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে তিনজন পুরুষের শুক্রাণু পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছিল। পরে সন্দেহভাজনদের ডিএনএ ম্যাচিং করার কথা থাকলেও তা করা হয়েছে কিনা— এ নিয়েও সিআইডি বিস্তারিত কিছু বলেনি। সর্বশেষ সন্দেহভাজন হিসেবে তিনজনকে সিআইডির একটি দল ঢাকা সেনানিবাসে জিজ্ঞাসাবাদ করে। তনু হত্যাকান্ডের তদন্ত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেছেন, তনুর আত্মীয়-স্বজনকে ঢাকা আনা হয়েছে। এটা তদন্তের অংশ। তদন্তে সত্যি ঘটনা উদঘাটন হবে। গতকাল দুপুরে রাজধানীতে সাউথ ইস্ট ইউনিভার্সিটির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর