মিষ্টি, ফার্নিচার, মেলার হাঁকডাক আর মাছ কেনাকাটার মধ্য দিয়ে শেষ হলো ২০০ বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। ১০০ ও ৮০ কেজির বাঘাইড়, ৩০ কেজির কাতল, ৩৭ কেজির সিলভার কার্প, ১৮ কেজির বোয়াল, ১২ কেজির গাঙচিতলসহ নানা নামের নানা ওজনের মাছে মাছে ভরে ছিল এ মেলা। এর পাশাপাশি মিষ্টি ও ফার্নিচারের মেলাও জমজমাট। মেলা ঘিরে প্রায় ৩০ গ্রামের মেয়ে ও মেয়েজামাইদের বড় মাছ ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। কোটি কোটি টাকার কেনাবেচা হয় এ মেলায়। শত কেজি ওজনের বাঘাইড়ের দাম ১ লাখ ২০ হাজার টাকা। তবে কেউ এককভাবে মাছটি না কেনায় কেটে বিক্রি করা হয়। প্রতি কেজি বিক্রি হয় ১২৫০ টাকায়। গতকাল সকাল ১০টার দিকে মাছটি কেটে বিক্রি শুরু হয়। স্থানীয় ছয় মাছ ব্যবসায়ী গাবতলীর চকমড়িয়ার ভোলা, কাশেম, লাল মিয়া, নান্নু, জলিল ও মোস্তা বিশালাকৃতির মাছ মেলায় নিয়ে এসেছেন। যমুনা নদীর ৮০ কেজি ওজনের বাঘাইড় কেটে বিক্রি করছেন ১২০০ টাকা কেজি দরে। আর ১০০ কেজি ওজনের বিশালাকৃতির বাঘাইড় বিক্রি করেন ১২৫০ টাকা কেজিতে। এ ছাড়া এই মেলায় ১৭ কেজি ওজনের বোয়াল মাছের দাম হাঁকা হয়েছে প্রতি কেজি ১৬০০ টাকা, ১৫ থেকে ১৮ কেজি ওজনের কাতল ২২০০ টাকা, ৮ থেকে ১০ কেজি ওজনের কাতলা ১২০০ টাকা, ১০ কেজির ওপরে আইড় মাছ ১২০০ থেকে ১৫০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া রুই, পাঙ্গাশ, ব্রিগেডসহ অন্যান্য জাতের মাছ উঠেছে মেলায়। মেলায় আসা বগুড়া শহরের ফুলবাড়ী এলাকার ব্যবসায়ী তরুণ রাজনীতিবিদ রাশেদুল আলম শাওন জানান, তিনি সকালে ৮ কেজি ওজনের একটি কাতল মাছ প্রতি কেজি ১২০০ টাকা দরে কিনেছেন। মেলা ঘিরেই শুধু মাছ বিক্রি হচ্ছে না। এই মেলার দিনে বগুড়া শহরের ফতেহ আলী বাজারেও ১০০ কেজি ওজনের চারটি বাঘাইড় মাছ নিয়ে আসা হয়। মাছেল দোকানগুলো বিভিন্ন রঙের কাগজ দিয়ে সাজানো হয়। মাছ ব্যবসায়ীরা জানান, মেলায় স্থানসংকুলান না হওয়ায় প্রায় ১ কোটি টাকার মাছ বাজারে নেওয়া হয়েছে। এ মাছ এখানেই বিক্রি হবে। বগুড়া শহরের মারতিনগরের আলমগীর হোসেন জানান, পোড়াদহ মেলায় স্থান না পাওয়ায় ফতেহ আলী বাজারে তারা মাছ বিক্রি শুরু করেছেন। মেলায় ১০০ কেজির পাশাপাশি এই বাজারেও বিভিন্ন ধরনের ও সাইজের মাছ বিক্রি হচ্ছে। মেলার জন্য ১০ কেজি ওজনের মাছ আকৃতির মিষ্টি তৈরি করেছেন ব্যবসায়ী আনছার আলী। এ মিষ্টির দাম হাঁকা হয়েছে ৪ হাজার টাকা। এ ছাড়া ১ কেজি, ২ কেজি, ৩ কেজি, ৪ কেজি ওজনের মিষ্টিও মেলায় পাওয়া যাচ্ছে প্রায় সব দোকানে।
শিরোনাম
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
অষ্টম কলাম
শতকেজির বাঘইর ১০ কেজির মিষ্টি
আবদুর রহমান টুলু, বগুড়া
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর