শনিবার, ২৩ জুন, ২০১৮ ০০:০০ টা

ঋণখেলাপিরা নন ভালো ব্যবসায়ীরা সুবিধা পাবেন

—কাজী আকরাম উদ্দিন আহমদ

ঋণখেলাপিরা নন ভালো ব্যবসায়ীরা সুবিধা পাবেন

ব্যাংক ঋণের সুদহার কমানোর ফলে খেলাপিরা কিছু পাবেন না বলে মনে করেন এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। তার মতে, সুদহার কমে যাওয়ার সব সুবিধা পাবেন ভালো ব্যবসায়ীরা। সুদহার কমার এই প্রভাব আসছে জুলাইয়ের শেষে পড়বে। ঋণ ও আমানতের সুদহার কমে যাওয়া প্রসঙ্গে গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, ঋণের সুদ কমে যাওয়ার সুবিধা ভালো ব্যবসায়ীরা পাবেন। জুলাইয়ের শেষের দিকে সুদহার কমানোর প্রভাব পড়বে। এর আগে সব ব্যাংককে তাদের পরিচালনা পর্ষদের বোর্ডে অনুমোদন করতে হবে। আবার সরকারের প্রচেষ্টা আছে সুদ কমানোর জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সিরিয়াস। সুদ কমাতে সরকারের কথা আমরা অবশ্যই শুনব। কারণ, সরকার ব্যাংকগুলোকে অনেক সুযোগ-সুবিধা দিয়েছে। তিনি আরও বলেন, ব্যাংক ঋণ ও আমানতের সুদহার কমানোর প্রভাব পড়তে একটু সময় লাগবে। কারণ, এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে ব্যাংকগুলোর সময় লাগবে। কেননা, তিন মাসের জন্য ব্যাংকগুলো যে আমানত এফডিআর হিসেবে নেয়, সে চুক্তি কেউ অমান্য করতে পারে না।

কেউ যদি আদালতে গিয়ে মামলা করে, তাহলে আদালত তার কথাই শুনবে।

কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, জোর করে সুদহার কমানো যাবে না। যেসব আমানত ৯ বা ১০ শতাংশ হারে সংগ্রহ করা হয়েছে, সেগুলো কীভাবে হঠাৎ করে ৬ শতাংশ করব? এসব কারণেই নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঋণের সুদ ৯ ও আমানতের সুদ ৬ শতাংশ বাস্তবায়ন করতে একটু সময় লাগবে। তবে এর মানসিক প্রভাব পড়বে।

সর্বশেষ খবর