শনিবার, ২৩ জুন, ২০১৮ ০০:০০ টা

শিল্পায়ন এগিয়ে যাবে বাড়বে কর্মসংস্থান

—আবদুল মাতলুব আহমাদ

শিল্পায়ন এগিয়ে যাবে বাড়বে কর্মসংস্থান

সুদহার কমানোর সরকারি-বেসরকারি সিদ্ধান্ত এখন যত দ্রুত বাস্তবায়ন হবে, ততই দেশের উন্নতি হবে বলে মনে করেন এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ। তার মতে, সুদহার কমানোর ফলে দেশে শিল্পায়ন অনেক দূর এগিয়ে যাবে। রপ্তানি খাত লাভজনক হবে। অভ্যন্তরীণ ব্যবসা-বাণিজ্যে গতি আসবে। সর্বোপরি কর্মসংস্থান বাড়বে। দেশ মধ্য আয়ের দিকে এগিয়ে যাবে। বিদেশে অবস্থানরত নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ গতকাল টেলিফোনে বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, নতুন এ সিদ্ধান্তে গোটা ব্যবসায়ী সমাজ খুশি। কারণ, প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ বাস্তবায়নে দেশে ব্যাপক শিল্পায়ন করতে হবে। সেটা সরকারি, বেসরকারি দুই দিকেই। বেসরকারি খাতের শিল্পায়ন করতে গেলে সুদের হার সিঙ্গেল ডিজিট ছাড়া সম্ভব নয়। সেজন্য সুদহার কমানোর সিদ্ধান্তকে ব্যবসায়ীরা স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, আমি এফবিসিসিআইর সভাপতি থাকাকালে বার বার বলে আসছিলাম, সিঙ্গেল ডিজিট ঋণ ছাড়া এ দেশে শিল্পায়ন সম্ভব নয়। কারণ, ডাবল ডিজিটের ঋণ দিয়ে শিল্পায়ন ও ব্যবসায় প্রতিযোগিতা করে কেউ টিকে থাকতে পারে না। সিঙ্গেল ডিজিট সুদহারে রপ্তানি খাতও লাভজনক হবে। অভ্যন্তরীণ শিল্প খাত ও ব্যবসা-বাণিজ্য লাভবান হবে। কর্মসংস্থান বাড়বে। সুদহার কমানোর উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। আমরা খুবই আনন্দিত। এখন যত দ্রুত সুদহার কমানোর এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে, ততই দেশের উন্নতি হবে।

দেশের এই শীর্ষ ব্যবসায়ী নেতা আরও বলেন, আশা করছি ঋণের সুদহার কমানোর ফলে অলস টাকা এখন বিনিয়োগে আসবে। নতুন উদ্যোক্তারা বেশি সুবিধা পাবেন। এখন ব্যাংকগুলোকে তাদের পরিচালন ব্যয় কমানো উচিত। স্বচ্ছতা বাড়ানো উচিত।

সর্বশেষ খবর