যশোরের শার্শা ও কেশবপুর উপজেলা থেকে গুলিবিদ্ধ হয়ে নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। নিহত দুজন হলেন আজিজুল (৪৫) ও ফারুক হোসেন (৫০)। তারা দুজন আপন ভাই এবং শার্শা উপজেলার সামটা গ্রামের মৃত জেহের আলীর ছেলে। রবিবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে লাশ দুটি শনাক্ত করেন অপর ভাই সাইদুল। স্থানীয় লোকজন জানায়, রবিবার সকালে শার্শা উপজেলার ধানতারা এলাকার একটি মেহগনি বাগান থেকে আজিজুলের লাশ উদ্ধার করে পুলিশ। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। বাগআঁচড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবদুর রহিম হাওলাদার সাংবাদিকদের বলেন, আজিজুল চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে ৭/৮টি মামলা রয়েছে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের বন্দুকযুদ্ধে তিনি মারা যেতে পারেন বলে ধারণা করছেন এসআই আবদুর রহিম। তবে নিহতের ভাই সাইদুল দাবি করছেন, তার ভাই আজিজুল মাটি বিক্রির ব্যবসা করতেন। অনেক আগে বোমা বিস্ফোরণে তার দুটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে একই দিন সকালে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি-চিংড়া সড়কের রামপুর এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। কেশবপুর থানা পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি। পরে যশোর জেনারেল হাসপাতাল মর্গে লাশ শনাক্ত করেন সাইদুল। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন বলেন, উদ্ধার হওয়া লাশের গলায় একটা দাগ রয়েছে। সেটা গুলিবিদ্ধ হওয়ার দাগ কিনা তা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না। নিহত দুজনের ভাই সাহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা সাতটার দিকে আজিজুল ও তার বড় ভাই ফারুক একসঙ্গে বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হন। রাত ১০টা পর্যন্ত তারা বাড়িতে না ফেরায় তাদের অনেক খোঁজাখুঁজি করা হয়। থানায় গিয়ে পুলিশকেও বিষয়টি জানানো হয়েছিল। গতকাল সকালে প্রথমে আজিজুল ও পরে ফারুকের লাশ পাওয়ার খবর পাই আমরা।
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
যশোরে দুজনের গুলিবিদ্ধ লাশ, পুলিশ বলছে মাদকসেবী
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর