যশোরের শার্শা ও কেশবপুর উপজেলা থেকে গুলিবিদ্ধ হয়ে নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। নিহত দুজন হলেন আজিজুল (৪৫) ও ফারুক হোসেন (৫০)। তারা দুজন আপন ভাই এবং শার্শা উপজেলার সামটা গ্রামের মৃত জেহের আলীর ছেলে। রবিবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে লাশ দুটি শনাক্ত করেন অপর ভাই সাইদুল। স্থানীয় লোকজন জানায়, রবিবার সকালে শার্শা উপজেলার ধানতারা এলাকার একটি মেহগনি বাগান থেকে আজিজুলের লাশ উদ্ধার করে পুলিশ। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। বাগআঁচড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবদুর রহিম হাওলাদার সাংবাদিকদের বলেন, আজিজুল চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে ৭/৮টি মামলা রয়েছে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের বন্দুকযুদ্ধে তিনি মারা যেতে পারেন বলে ধারণা করছেন এসআই আবদুর রহিম। তবে নিহতের ভাই সাইদুল দাবি করছেন, তার ভাই আজিজুল মাটি বিক্রির ব্যবসা করতেন। অনেক আগে বোমা বিস্ফোরণে তার দুটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে একই দিন সকালে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি-চিংড়া সড়কের রামপুর এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। কেশবপুর থানা পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি। পরে যশোর জেনারেল হাসপাতাল মর্গে লাশ শনাক্ত করেন সাইদুল। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন বলেন, উদ্ধার হওয়া লাশের গলায় একটা দাগ রয়েছে। সেটা গুলিবিদ্ধ হওয়ার দাগ কিনা তা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না। নিহত দুজনের ভাই সাহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা সাতটার দিকে আজিজুল ও তার বড় ভাই ফারুক একসঙ্গে বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হন। রাত ১০টা পর্যন্ত তারা বাড়িতে না ফেরায় তাদের অনেক খোঁজাখুঁজি করা হয়। থানায় গিয়ে পুলিশকেও বিষয়টি জানানো হয়েছিল। গতকাল সকালে প্রথমে আজিজুল ও পরে ফারুকের লাশ পাওয়ার খবর পাই আমরা।
শিরোনাম
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন
- ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া