যশোরের শার্শা ও কেশবপুর উপজেলা থেকে গুলিবিদ্ধ হয়ে নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। নিহত দুজন হলেন আজিজুল (৪৫) ও ফারুক হোসেন (৫০)। তারা দুজন আপন ভাই এবং শার্শা উপজেলার সামটা গ্রামের মৃত জেহের আলীর ছেলে। রবিবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে লাশ দুটি শনাক্ত করেন অপর ভাই সাইদুল। স্থানীয় লোকজন জানায়, রবিবার সকালে শার্শা উপজেলার ধানতারা এলাকার একটি মেহগনি বাগান থেকে আজিজুলের লাশ উদ্ধার করে পুলিশ। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। বাগআঁচড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবদুর রহিম হাওলাদার সাংবাদিকদের বলেন, আজিজুল চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে ৭/৮টি মামলা রয়েছে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের বন্দুকযুদ্ধে তিনি মারা যেতে পারেন বলে ধারণা করছেন এসআই আবদুর রহিম। তবে নিহতের ভাই সাইদুল দাবি করছেন, তার ভাই আজিজুল মাটি বিক্রির ব্যবসা করতেন। অনেক আগে বোমা বিস্ফোরণে তার দুটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে একই দিন সকালে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি-চিংড়া সড়কের রামপুর এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। কেশবপুর থানা পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি। পরে যশোর জেনারেল হাসপাতাল মর্গে লাশ শনাক্ত করেন সাইদুল। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন বলেন, উদ্ধার হওয়া লাশের গলায় একটা দাগ রয়েছে। সেটা গুলিবিদ্ধ হওয়ার দাগ কিনা তা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না। নিহত দুজনের ভাই সাহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা সাতটার দিকে আজিজুল ও তার বড় ভাই ফারুক একসঙ্গে বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হন। রাত ১০টা পর্যন্ত তারা বাড়িতে না ফেরায় তাদের অনেক খোঁজাখুঁজি করা হয়। থানায় গিয়ে পুলিশকেও বিষয়টি জানানো হয়েছিল। গতকাল সকালে প্রথমে আজিজুল ও পরে ফারুকের লাশ পাওয়ার খবর পাই আমরা।
শিরোনাম
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
যশোরে দুজনের গুলিবিদ্ধ লাশ, পুলিশ বলছে মাদকসেবী
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর