যশোরের শার্শা ও কেশবপুর উপজেলা থেকে গুলিবিদ্ধ হয়ে নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। নিহত দুজন হলেন আজিজুল (৪৫) ও ফারুক হোসেন (৫০)। তারা দুজন আপন ভাই এবং শার্শা উপজেলার সামটা গ্রামের মৃত জেহের আলীর ছেলে। রবিবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে লাশ দুটি শনাক্ত করেন অপর ভাই সাইদুল। স্থানীয় লোকজন জানায়, রবিবার সকালে শার্শা উপজেলার ধানতারা এলাকার একটি মেহগনি বাগান থেকে আজিজুলের লাশ উদ্ধার করে পুলিশ। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। বাগআঁচড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবদুর রহিম হাওলাদার সাংবাদিকদের বলেন, আজিজুল চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে ৭/৮টি মামলা রয়েছে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের বন্দুকযুদ্ধে তিনি মারা যেতে পারেন বলে ধারণা করছেন এসআই আবদুর রহিম। তবে নিহতের ভাই সাইদুল দাবি করছেন, তার ভাই আজিজুল মাটি বিক্রির ব্যবসা করতেন। অনেক আগে বোমা বিস্ফোরণে তার দুটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে একই দিন সকালে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি-চিংড়া সড়কের রামপুর এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। কেশবপুর থানা পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি। পরে যশোর জেনারেল হাসপাতাল মর্গে লাশ শনাক্ত করেন সাইদুল। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন বলেন, উদ্ধার হওয়া লাশের গলায় একটা দাগ রয়েছে। সেটা গুলিবিদ্ধ হওয়ার দাগ কিনা তা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না। নিহত দুজনের ভাই সাহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা সাতটার দিকে আজিজুল ও তার বড় ভাই ফারুক একসঙ্গে বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হন। রাত ১০টা পর্যন্ত তারা বাড়িতে না ফেরায় তাদের অনেক খোঁজাখুঁজি করা হয়। থানায় গিয়ে পুলিশকেও বিষয়টি জানানো হয়েছিল। গতকাল সকালে প্রথমে আজিজুল ও পরে ফারুকের লাশ পাওয়ার খবর পাই আমরা।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
যশোরে দুজনের গুলিবিদ্ধ লাশ, পুলিশ বলছে মাদকসেবী
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর