আজকের মধ্যে সব নির্বাচনী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তা না হলে আইনি পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। আর এসব পোস্টার-ব্যানার অপসারণ করতে হবে নিজ খরচে। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ গত ১৬ নভেম্বর এই নির্দেশনা দিয়ে বলেন, ১৮ নভেম্বরের মধ্যে নির্বাচনী ব্যানার-পোস্টার অপসারণ করা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ১৮ নভেম্বর সারা দেশে নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণের শেষ তারিখ। এ সময়ের মধ্যে যদি অপসারণ না হয় তাহলে আগামীকাল ১৯ নভেম্বর থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সিটি করপোরেশন, পৌরসভা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এসব নামানো হবে। তিনি আরও বলেন, দেশে নির্বাচনী উৎসব চলছে। এখন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কাজ চলছে। প্রার্থীদের ব্যানার-পোস্টার সরাতে বলা হয়েছে। যারা এখনো সরাননি, তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ১৪ নভেম্বরের মধ্যে সব ধরনের ব্যানার, পোস্টার, ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। ওই নির্দেশনায় বলা হয়, মার্কেট, রাস্তা, যানবাহন, সরকারি- বেসরকারি স্থাপনাসহ বিভিন্ন জায়গায় যাদের নামে ব্যানার, পোস্টার, ফেস্টুন, লিফলেটসহ যেসব প্রচারসামগ্রী রয়েছে, তা ১৪ নভেম্বরের মধ্যে নামিয়ে ফেলতে হবে। তবে ইসির এ নির্দেশনা কেউ মানেনি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভা, গ্রামের বিভিন্ন জায়গা প্রার্থীদের নানা রকম পোস্টারে ছেয়ে আছে। নির্বাচন কমিশনের কঠোর নির্দেশনার পরও দেশের কোথাও পোস্টার-ব্যানার অপসারণ করার কোনো চিত্র দেখা যায়নি। বরং সব জায়গায় প্রতিদিন নতুন করে পোস্টার লাগানো হচ্ছে। ব্যানার-ফেস্টুনে রাস্তার মোড়গুলো ছেয়ে আছে। রাজধানী ঢাকার প্রতিটি সড়কে উঁচু করে ব্যানার ঝোলানো দেখা গেছে। প্রতিটি দেয়াল ছেয়ে আছে শত শত প্রার্থীর পোস্টারে। নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থী ছাড়া রাজনৈতিক কর্মী নেতাদের পোস্টারও দেখা গেছে। নির্বাচনকেন্দ্রিক এসব পোস্টার অপসারণের কঠোর নির্দেশ দেওয়া হলেও গত কয়েক দিনে কোনো অগ্রগতি চোখে পড়েনি।
শিরোনাম
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ
- আগামী নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে
- বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে অঙ্গীকার পুনর্ব্যক্ত ডব্লিউটিও’র
- রাজনীতিতে ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে : মামুনুল হক
- দুই শিরোপার নায়ক রাসেলকেই বাদ দিল কেকেআর!
- মানিকছড়িতে আব্দুর জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
আজ পোস্টার না সরানো হলে আইনি ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর