নির্বাচনের পরিবেশ ও সমতল ভূমি তৈরি হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এটা আর বলার অপেক্ষা রাখে না যে নির্বাচন প্রহসনে পরিণত হতে চলেছে। লেভেল প্লেয়িং ফিল্ড তো দূরে থাকুক এখন চেষ্টা করা হচ্ছে এটাকে আরও কী করে খারাপ করা যায়। খানাখন্দ আরও খোঁড়ার চেষ্টা করা হচ্ছে। প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। নির্বাচন কমিশনকে বলব, যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে বলুন, আমরা নিরপেক্ষভাবে মুক্তভাবে, স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছি না। দায়িত্ব পালন করতে না পারলে পদত্যাগ করা উচিত।’ গতকাল দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন। বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশন পরিপত্র জারি করছে বিভিন্ন সময়ে। যে পরিপত্রগুলো কখনোই নির্বাচনের সহায়ক নয়। সরকারি দল আওয়ামী লীগ প্রতিদিন সভা-সমাবেশ-মিছিল করলেও প্রতিবন্ধকতার মুখে পড়ছে না।’ মির্জা ফখরুল বলেন, ‘অন্যথায় সংবিধান যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিয়ে নির্বাচন নিরপেক্ষ করার সমস্ত ব্যবস্থা করুন। আমরা কমিশনকে বার বার বলেছি, দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করব।’ সরকারি দল রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণে নিয়ে ‘একদলীয় ও একতরফা’ নির্বাচন করার চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমরা নির্বাচনে এসেছি আন্দোলনের অংশ হিসেবে।’ ভোটারদের প্রতি আহ্বান রেখে তিনি বলেন, ‘এই দেশ আপনাদের। আপনারা দেশের মালিক। নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে— এটা নাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব। আমরা আহ্বানই জানাচ্ছি, নির্বাচনের দিন বেরিয়ে আসুন। ভোট কেন্দ্রে যান। নিজের ভোট নিশ্চিত করুন। ভোট সুরক্ষা করুন।’
শিরোনাম
- ১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন যে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক
- চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত: ইসলামাবাদ
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা
- জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে
- রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট
- হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন হাসিনা, তা প্রমাণিত : চিফ প্রসিকিউটর
- ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা
- ‘আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে’
- রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট
- এইচএসসি পরীক্ষার ফল কাল : যেভাবে রেজাল্ট জানবেন
- সাবেক পুলিশ কমিশনার সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
- নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে : দুদু
নির্বাচন কমিশনকে মির্জা ফখরুল
দায়িত্ব পালন করতে না পারলে পদত্যাগ করুন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর