বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১১ লাখ রোহিঙ্গার মধ্যে পাঁচ লাখের বেশি শিশু। এসব শিশুর সার্বিক নিরাপত্তা এবং তাদের শিক্ষার জন্য জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক উদ্যোগ চেয়েছে ইউনিসেফ। জাতিসংঘের শিশু ও শিক্ষাবিষয়ক এই সংস্থা বলছে, কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে ঠাঁই পাওয়া এবং নতুন করে জন্ম নেওয়া এসব শিশুর অধিকাংশই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষার সীমিত সুযোগ এবং নিজেদের ঘরে ফিরতে পারবে কিনা সে বিষয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা শিশুরা একটি হতাশাব্যঞ্জক ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে বলে সতর্ক করেছেন ইউনিসেফ বাংলাদেশের প্রধান এডুয়ার্ড বেগবেদার। এদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুদের মধ্যে প্রায় ৩ লাখ ৪০ হাজার শিশু মানবেতর পরিস্থিতিতে রয়েছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটি জানায়, শিশুরা পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবার সংকটে রয়েছে। এখনই যদি আমরা শিক্ষায় বিনিয়োগ না করি, তাহলে রোহিঙ্গা শিশুদের একটি ‘অর্থহীন প্রজন্ম’ দেখতে হবে। বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মতো দক্ষতার অভাব এবং মিয়ানমারে ফিরতে পারলে নিজেদের সমাজের জন্য ভূমিকা রাখার সামর্থ্য থাকবে না এই শিশুদের। ইউনিসেফের এক প্রতিবদেনে বলা হয়, বাংলাদেশ সরকারের নেতৃত্বে বিপুল আন্তর্জাতিক ত্রাণ তৎপরতায় রোহিঙ্গাদের খাদ্যের মতো একটি মৌলিক চাহিদা পূরণ হচ্ছে। শিবিরে বড় ধরনের রোগ ছড়িয়ে পড়ার ভয়ও অন্তত এই সময়ের জন্য এড়ানো গেছে। কিন্তু হঠাৎ করে আসা এই বিপুলসংখ্যক রোহিঙ্গা শিশুর শিক্ষার ব্যবস্থা করা ইউনিসেফ ও তার অন্য সহযোগীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ইউনিসেফের সূত্রমতে, ২০১৮ সালে রোহিঙ্গা শিশুদের শিক্ষার ব্যবস্থা নিতে ২ কোটি ৮২ লাখ ডলার অনুদান চেয়েছিল ইউনিসেফ। কিন্তু বাস্তবিক পক্ষে সেখানে ওই অর্থের অর্ধেকের সামান্য বেশি এসেছে। তথ্য অনুযায়ী, রোহিঙ্গা শিশুদের জন্য গত জুলাই নাগাদ এক হাজার ২০০ শিক্ষাকেন্দ্র চালু করা হয়েছে, যেখানে প্রায় এক লাখ ৪০ হাজার শিশু ভর্তি হয়েছে। তবে এখনো সেখানে কোনো স্বীকৃত পাঠ্যসূচি চালু না হওয়ায় তাদের মাতৃভাষা বার্মিজ ভাষায়ই পাঠদান চলছে। বিভিন্ন এনজিও সংস্থার পক্ষে পরিচালিত এসব শিক্ষাকেন্দ্রের শ্রেণিকক্ষগুলোতে গাদাগাদি করে বসতে হয় শিক্ষার্থীদের। শিক্ষার নতুন একটি রূপরেখা এবং শিশুদের অক্ষর, ভাষা ও সংখ্যা-সংক্রান্ত ধারণা প্রদানসহ মানসম্মত শিক্ষা দেওয়ার লক্ষ্যে একটি পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানা গেছে। সব রোহিঙ্গা শিশুর মানসম্মত শিক্ষা এবং জীবনদক্ষতা অর্জনে সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের বিনিয়োগ করা উচিত বলে মনে করছে ইউনিসেফ। সব রোহিঙ্গা শিশুর জন্য প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও প্রাথমিকোত্তর শিক্ষায় অংশগ্রণের সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করছে ইউনিসেফ।
শিরোনাম
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
ঝুঁকিতে পাঁচ লাখ রোহিঙ্গা শিশু
আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান
ফারুক তাহের, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর