মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
চট্টগ্রামের বস্তিতে আগুন

রাজনৈতিক নেতারা ক্ষতিগ্রস্তদের পাশে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন ভেড়া মার্কেট এলাকার বস্তিতে গত রবিবার গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। তারা গতকাল ব্যক্তিগত ও সাংগঠনিক উদ্যোগে  ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন। অনেকে রান্œা করা ও শুকনো খাবারও পরিবেশন করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম। একইভাবে পরিদর্শনে গেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বেলা দুইটার দিকে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বস্তিটি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি সিটি করপোরেশন ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আপদকালীন পুনর্বাসনসহ নানামুখী সহায়তা দেওয়ার আশ্বাস দেন এবং তাৎক্ষণিক নগদ অর্থসহায়তা প্রদান করেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন ও ত্রাণসামগ্রী বিতরণকালে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, আর্তমানবতার সেবায় সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করা যায়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। এ ছাড়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে চাক্তাই-খাতুনগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও নগরীর কয়েকটি সামাজিক সংগঠন।

সর্বশেষ খবর