ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন পরিচালনা কমিটি। এতে বাদ পড়েছেন বেশ কয়েকজন আলোচিত হেভিওয়েট প্রার্থী। হলের নোটিস বোর্ড এবং ডাকসুর ওয়েব সাইটে (ducsu.du.ac.bd) এই তালিকা প্রকাশ করা হয়। এদিকে, আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর ঘোষণা না দিলেও প্রার্থীরা দিনভর সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন। এ সময় হলে হলে সমান অধিকার চেয়েছে নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন সংগঠনের নেতারা। প্রাথমিকভাবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে প্রার্থী তালিকা থেকে বাদ পড়া হেভিওয়েট প্রার্থীর মধ্যে রয়েছেন, প্রগতিশীল ছাত্রজোটের সাধারণ সম্পাদক প্রার্থী (জিএস) বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি উম্মে হাবিবা বেনজীর, স্যার এফ রহমান হলের জিএস প্রার্থী মো. জাহিদুল আলম জাহিদ, সলিমুল্লাহ মুসলিম হলের অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী কাহহার ফাহিম, শামসুননাহার হলের ভিপি প্রার্থী জিয়াসমিন শান্তা, জাতীয়তাবাদী ছাত্রদলের সলিমুল্লাহ মুসলিম হলের ভিপি প্রার্থী নাহিদ, জসিমউদ্দীন হলের ভিপি প্রার্থী তৌহিদুর রহমান তাজ ও শামসুননাহার হলের ভিপি প্রার্থী মানসুরা আক্তার। এ ছাড়া কেন্দ্রীয় সংসদে বিভিন্ন পদে প্রার্থিতা বাতিল হয়েছে সাতজনের। এর মধ্যে, রয়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুল্লাহ জিয়াদ, স্বতন্ত্র জিএস প্রার্থী আসিফু রহমান, সদস্য পদে ছাত্রলীগ ইশাত কাসফিয়া ইলা ও হায়দার মোহাম্মদ জিতু, ছাত্রদলের শাফায়াত হাসনাইন সাবিত ও রাইয়ান খান। নোটিস বোর্ড সূত্রে জানা যায়, যাচাই-বাছাইয়ে ভোটার তালিকায় নাম না থাকা, নামে ভুল থাকা, প্রার্থী, সমর্থক বা প্রস্তাবকের ভোটার নম্বর উল্লেখ না থাকা, রেজিস্ট্রেশন নম্বর ভুল থাকা, দেরিতে মনোনয়নপত্র জমা দেওয়াসহ বিভিন্ন কারণে এসব প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন। তবে বাতিল হওয়া প্রার্থীরা তাদের আপত্তি জানিয়ে আজ দুপুর ১২টার মধ্যে ডাকসুর ভিপি তথা বিশ^বিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন করতে পারবেন। এর আগে, গতকাল ডাকসুর কেন্দ্রীয় সংসদের ২৫ পদের বিপরীতে ২৩৭ জন এবং ১৮টি হল সংসদে ১৩টি করে মোট ২৩৪টি পদের বিপরীতে ৫৯৩ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দেয়। এদিকে সাংবাদিকতা ছেড়ে ডাকসু নির্বাচনে অংশ নিয়ে ক্যাম্পাসে আলোচনায় আসেন আসিফুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি। গতকাল মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে জিএস পদে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেন আসিফ। পরে বিকালে প্রার্থী বাছাই তালিকা থেকে তার নাম বাদ পড়ে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে