ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন পরিচালনা কমিটি। এতে বাদ পড়েছেন বেশ কয়েকজন আলোচিত হেভিওয়েট প্রার্থী। হলের নোটিস বোর্ড এবং ডাকসুর ওয়েব সাইটে (ducsu.du.ac.bd) এই তালিকা প্রকাশ করা হয়। এদিকে, আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর ঘোষণা না দিলেও প্রার্থীরা দিনভর সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন। এ সময় হলে হলে সমান অধিকার চেয়েছে নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন সংগঠনের নেতারা। প্রাথমিকভাবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে প্রার্থী তালিকা থেকে বাদ পড়া হেভিওয়েট প্রার্থীর মধ্যে রয়েছেন, প্রগতিশীল ছাত্রজোটের সাধারণ সম্পাদক প্রার্থী (জিএস) বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি উম্মে হাবিবা বেনজীর, স্যার এফ রহমান হলের জিএস প্রার্থী মো. জাহিদুল আলম জাহিদ, সলিমুল্লাহ মুসলিম হলের অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী কাহহার ফাহিম, শামসুননাহার হলের ভিপি প্রার্থী জিয়াসমিন শান্তা, জাতীয়তাবাদী ছাত্রদলের সলিমুল্লাহ মুসলিম হলের ভিপি প্রার্থী নাহিদ, জসিমউদ্দীন হলের ভিপি প্রার্থী তৌহিদুর রহমান তাজ ও শামসুননাহার হলের ভিপি প্রার্থী মানসুরা আক্তার। এ ছাড়া কেন্দ্রীয় সংসদে বিভিন্ন পদে প্রার্থিতা বাতিল হয়েছে সাতজনের। এর মধ্যে, রয়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুল্লাহ জিয়াদ, স্বতন্ত্র জিএস প্রার্থী আসিফু রহমান, সদস্য পদে ছাত্রলীগ ইশাত কাসফিয়া ইলা ও হায়দার মোহাম্মদ জিতু, ছাত্রদলের শাফায়াত হাসনাইন সাবিত ও রাইয়ান খান। নোটিস বোর্ড সূত্রে জানা যায়, যাচাই-বাছাইয়ে ভোটার তালিকায় নাম না থাকা, নামে ভুল থাকা, প্রার্থী, সমর্থক বা প্রস্তাবকের ভোটার নম্বর উল্লেখ না থাকা, রেজিস্ট্রেশন নম্বর ভুল থাকা, দেরিতে মনোনয়নপত্র জমা দেওয়াসহ বিভিন্ন কারণে এসব প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন। তবে বাতিল হওয়া প্রার্থীরা তাদের আপত্তি জানিয়ে আজ দুপুর ১২টার মধ্যে ডাকসুর ভিপি তথা বিশ^বিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন করতে পারবেন। এর আগে, গতকাল ডাকসুর কেন্দ্রীয় সংসদের ২৫ পদের বিপরীতে ২৩৭ জন এবং ১৮টি হল সংসদে ১৩টি করে মোট ২৩৪টি পদের বিপরীতে ৫৯৩ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দেয়। এদিকে সাংবাদিকতা ছেড়ে ডাকসু নির্বাচনে অংশ নিয়ে ক্যাম্পাসে আলোচনায় আসেন আসিফুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি। গতকাল মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে জিএস পদে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেন আসিফ। পরে বিকালে প্রার্থী বাছাই তালিকা থেকে তার নাম বাদ পড়ে।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
ডাকসু নির্বাচন
ডাকসুতে তালিকা প্রকাশ প্রার্থীদের
হলে হলে সমান অধিকার চায় সব সংগঠন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর