মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা
মাটি কাটা নিয়ে সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় আহত ৩ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাটি কাটা নিয়ে সংঘর্ষে আহত তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার দিবাগত রাত থেকে গতকাল সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়। তিনজন নিহতের খবরে হামলা-মামলার ভয়ে পুরুষশূন্য হয়ে পড়েছে ঘটনাস্থল বিজয়নগর উপজেলার মিরপুর গ্রাম। বিজয়নগর থানার ওসি ফয়জুল আজীম জানান, সংঘর্ষের পরই উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে। বর্তমানে এলাকা প্রায় পুরুষশূন্য। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকাবাসী জানান, কয়েক বছর ধরে মাটির ব্যবসা নিয়ে মিরপুর গ্রামের চামুর গোষ্ঠীর সোহেল মিয়ার সঙ্গে একই গ্রামের মোশল মিয়ার বিরোধ চলছে। এর জেরে গত মঙ্গলবার মোশল ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চামুর গোষ্ঠীর লোকদের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ২৫ জন আহত হন। গুরুতর আহত কয়েকজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে শনিবার রাত ১২টার দিকে মিরপুর গ্রামের আলা বক্সের ছেলে কালা মিয়া (৬০), রবিবার রাতে খোশ মিয়ার ছেলে কলেজছাত্র মনসুর (২২) ও সোমবার সকালে আল আমিনের স্ত্রী নাসিমা (৩০) মারা যান। বিজয়নগর সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজাউল কবির জানান, চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছে বলে জানতে পেরেছি। ঘটনার পর উভয়পক্ষ মামলা দিয়েছিল। এখন হত্যা মামলা হবে।

সর্বশেষ খবর