বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

খুলনায় আফজাল দম্পতির স্থাবর সম্পত্তি ক্রোক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

স্বাস্থ্য অধিদফতরের সাবেক হিসাবরক্ষক আফজাল হোসেনের খুলনায় দুটি আবাসিক প্লট ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল খুলনার বয়রা মুজগুন্নী  আবাসিক এলাকার ৬৫১ ও ৬৫২ নম্বর প্লট দুটি ক্রোক করে সাইনবোর্ড ঝুলিয়ে দেন দুদক কর্মকর্তারা। এর আগে ১৬ মার্চ রাজধানীর উত্তরায় আফজাল দম্পতির ৫ তলা ও ৬ তলা দুটি বাড়ি ক্রোক করে দুদক। পর্যায়ক্রমে তাদের নামে থাকা আরও ২০টি স্থাবব সম্পত্তিতে ক্রোক নোটিস লাগানো হবে। দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুল হাসান জানান, ঢাকা থেকে আফজাল হোসেনের দুটি প্লট ক্রোকের নির্দেশ আসার পর অভিযান শুরু করা হয়। এ সময় জানা যায়, বয়রা মৌজার মুজগুন্নী আবাসিক এলাকায় আফজাল হোসেনের নামে ৫ কাঠা ও ৩ কাঠার দুটি প্লট রয়েছে, যার বর্তমান মূল্য কোটি টাকার ওপরে। প্লট দুটি ফাঁকা পড়ে আছে। সেখানে মাল ক্রোকের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে তারা এসব সম্পদ করেছেন। আফজাল স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল এডুকেশন শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা ও তার স্ত্রী রুবিনা খানম একই প্রতিষ্ঠানের সাবেক স্টেনোগ্রাফার।

সর্বশেষ খবর