আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলার প্রতিবাদে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ফরিদপুরের নগরকান্দায় এ কর্মসূচি পালিত হয়। নগরকান্দা ও সালথা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচিতে বক্তৃতা করেন নগরকান্দা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব ফকির, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য কাজী শাহ জামান বাবুল, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল মোল্যা, আওয়ামী লীগের সহসভাপতি আলম খন্দকার, চরযশোরদী ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান তালুকদার পথিক, ডাঙ্গী ইউপি চেয়ারম্যান কালাম কাজী, ফুলসূতি ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, কাইচাইল ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠা ু, তালমা ইউপির সাবেক চেয়ারম্যান ফিরোজ খান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মইদুল ইসলাম লিখন, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আজাদ হোসেন, সদানন্দ দাস, টিটু মাতুব্বর, ইয়াকুব হোসেন প্রমুখ। নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ অফিস চত্বরে আয়োজিত দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ফরিদপুর-২ আসনের নগরকান্দা ও সালথা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে বক্তারা বলেন, আওয়ামী লীগের নাম ভাঙিয়ে সন্ত্রাসী জামাল হোসেন মিয়া ও তার ভাই জেলা পরিষদ সদস্য কামাল হোসেন মিয়া নগরকান্দা-সালথা উপজেলাজুড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। জামাল-কামাল বাহিনী নগরকান্দা-সালথায় একের পর এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। এ বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ বাহিনী খুন, চাঁদাবাজি, হামলা, ভাঙচুর, লুটপাট অব্যাহত রেখেছে। এরা সংসদ উপনেতাকে হত্যার জন্য তার গাড়িবহরে হামলা চালিয়েছিল। সে হামলার মূল আসামি জামাল ও কামাল এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। সংসদ উপনেতার গাড়িবহরে যারা হামলা চালিয়েছিল তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বক্তারা অভিযোগ করে বলেন, জামাল-কামাল বাহিনীর মদদে তালমা ইউনিয়নের স্কুলছাত্র আলাউদ্দিন আহমেদ অন্তরকে নৃশংসভাবে খুন করা হয়। সেই খুনের মামলার আসামিদের বাঁচাতে জামাল-কামাল বিভিন্নভাবে অন্তরের মাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে তাকে এলাকাছাড়া করা হবে। জামাল-কামাল বাহিনীর অত্যাচারে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী পঙ্গুত্ববরণ করেছেন। জামাল-কামাল বাহিনীর অপকর্মের কেউ প্রতিবাদ করলে তার ওপর নারকীয় নির্যাতন নেমে আসে। সন্ত্রাসী হামলায় নিহত অন্তরের মা বলেন, ‘আমার নিরীহ ছেলেকে জামাল-কামাল বাহিনীর নির্দেশে তার সহযোগীরা নৃশংসভাবে হত্যা করেছে। এ হত্যার পর মামলা দেওয়া হলে সন্ত্রাসী বাহিনী আরও বেপরোয়া হয়ে ওঠে। তারা এখন মামলা তুলে নিতে আমাকে হুমকি দিচ্ছে।’ বক্তারা আলটিমেটাম দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে জামাল-কামাল ও তার দোসরদের আটক করা না হলে ফরিদপুর-২ আসনের মানুষ কঠোর আন্দোলন গড়ে তুলবে। বক্তারা তাদের বক্তৃতায় নগরকান্দা-সালথায় জামাল হোসেন মিয়া ও তার ভাই কামাল হোসেন মিয়াকে অবাঞ্ছিত ঘোষণা করেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া হাজারো মানুষ ‘জামালের ফাঁসি চাই, কামালের ফাঁসি চাই’ স্লোগানে স্লোগানে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
শিরোনাম
- দুই ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭