বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনকে (৪৬) খুন করেছে দুর্বৃত্তরা। নববর্ষের দিন রাত ১১টায় শহরের উপশহর বাজারে একদল যুবক শাহীনের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকান্ডে র প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপি চার দিনের কর্মসূচি ঘোষণা ও হত্যাকারীদের গ্রেফতার দাবি করেছে। সদর থানার পুলিশ কর্মকর্তারা জানান, অ্যাডভোকেট শাহীন ঘটনার দিন রাতে উপশহর বাজার থেকে চাল কিনে প্রাইভেট কারে তুলে রাখেন। বাড়ি ফেরার প্রস্তুতি নিলে নুনগোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলীমুদ্দিনের সঙ্গে দেখা হয়। এ সময় কল এলে মোবাইল ফোনে কথা বলার সময় একদল যুবক শাহীনের ওপর হামলা চালায় ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। ৫ থেকে ৬ জনের একদল যুবক মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সদস্যরা বলছেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকা ঘটেছে। এদিকে গতকাল ময়নাতদন্ত শেষে পুলিশ শাহীনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। বিকাল সাড়ে ৪টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় জানাজা শেষে শহরের ধরমপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহতের স্ত্রী আকতার জাহান শিল্পী দ্রুত সময়ের মধ্যে তার স্বামীর হত্যার বিচার চান। তার ব্যবসায়িক কাজে কিছু ঝামেলা হচ্ছিল বলে তাকে জানিয়েছিল। অ্যাডভোকেট শাহীন হত্যাকান্ডে র ঘটনায় গতকাল বেলা সাড়ে ১১টায় বগুড়া আইনজীবী বার সমিতির পক্ষ থেকে ফুল কোর্ট রেফারেন্স করা হয়। দুপুরে জেলা অ্যাডভোকেটস বার সমিতি আদালত এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। তারা অবিলম্বে শাহীন হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি জানান। জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেন। অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, প্রাথমিক অনুসন্ধানে অনেক তথ্য পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে।
শিরোনাম
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি