বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনকে (৪৬) খুন করেছে দুর্বৃত্তরা। নববর্ষের দিন রাত ১১টায় শহরের উপশহর বাজারে একদল যুবক শাহীনের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকান্ডে র প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপি চার দিনের কর্মসূচি ঘোষণা ও হত্যাকারীদের গ্রেফতার দাবি করেছে। সদর থানার পুলিশ কর্মকর্তারা জানান, অ্যাডভোকেট শাহীন ঘটনার দিন রাতে উপশহর বাজার থেকে চাল কিনে প্রাইভেট কারে তুলে রাখেন। বাড়ি ফেরার প্রস্তুতি নিলে নুনগোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলীমুদ্দিনের সঙ্গে দেখা হয়। এ সময় কল এলে মোবাইল ফোনে কথা বলার সময় একদল যুবক শাহীনের ওপর হামলা চালায় ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। ৫ থেকে ৬ জনের একদল যুবক মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সদস্যরা বলছেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকা ঘটেছে। এদিকে গতকাল ময়নাতদন্ত শেষে পুলিশ শাহীনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। বিকাল সাড়ে ৪টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় জানাজা শেষে শহরের ধরমপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহতের স্ত্রী আকতার জাহান শিল্পী দ্রুত সময়ের মধ্যে তার স্বামীর হত্যার বিচার চান। তার ব্যবসায়িক কাজে কিছু ঝামেলা হচ্ছিল বলে তাকে জানিয়েছিল। অ্যাডভোকেট শাহীন হত্যাকান্ডে র ঘটনায় গতকাল বেলা সাড়ে ১১টায় বগুড়া আইনজীবী বার সমিতির পক্ষ থেকে ফুল কোর্ট রেফারেন্স করা হয়। দুপুরে জেলা অ্যাডভোকেটস বার সমিতি আদালত এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। তারা অবিলম্বে শাহীন হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি জানান। জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেন। অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, প্রাথমিক অনুসন্ধানে অনেক তথ্য পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
বগুড়ায় বিএনপি নেতা খুন
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর