বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনকে (৪৬) খুন করেছে দুর্বৃত্তরা। নববর্ষের দিন রাত ১১টায় শহরের উপশহর বাজারে একদল যুবক শাহীনের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকান্ডে র প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপি চার দিনের কর্মসূচি ঘোষণা ও হত্যাকারীদের গ্রেফতার দাবি করেছে। সদর থানার পুলিশ কর্মকর্তারা জানান, অ্যাডভোকেট শাহীন ঘটনার দিন রাতে উপশহর বাজার থেকে চাল কিনে প্রাইভেট কারে তুলে রাখেন। বাড়ি ফেরার প্রস্তুতি নিলে নুনগোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলীমুদ্দিনের সঙ্গে দেখা হয়। এ সময় কল এলে মোবাইল ফোনে কথা বলার সময় একদল যুবক শাহীনের ওপর হামলা চালায় ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। ৫ থেকে ৬ জনের একদল যুবক মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সদস্যরা বলছেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকা ঘটেছে। এদিকে গতকাল ময়নাতদন্ত শেষে পুলিশ শাহীনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। বিকাল সাড়ে ৪টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় জানাজা শেষে শহরের ধরমপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহতের স্ত্রী আকতার জাহান শিল্পী দ্রুত সময়ের মধ্যে তার স্বামীর হত্যার বিচার চান। তার ব্যবসায়িক কাজে কিছু ঝামেলা হচ্ছিল বলে তাকে জানিয়েছিল। অ্যাডভোকেট শাহীন হত্যাকান্ডে র ঘটনায় গতকাল বেলা সাড়ে ১১টায় বগুড়া আইনজীবী বার সমিতির পক্ষ থেকে ফুল কোর্ট রেফারেন্স করা হয়। দুপুরে জেলা অ্যাডভোকেটস বার সমিতি আদালত এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। তারা অবিলম্বে শাহীন হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি জানান। জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেন। অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, প্রাথমিক অনুসন্ধানে অনেক তথ্য পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে।
শিরোনাম
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
বগুড়ায় বিএনপি নেতা খুন
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর