বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনকে (৪৬) খুন করেছে দুর্বৃত্তরা। নববর্ষের দিন রাত ১১টায় শহরের উপশহর বাজারে একদল যুবক শাহীনের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকান্ডে র প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপি চার দিনের কর্মসূচি ঘোষণা ও হত্যাকারীদের গ্রেফতার দাবি করেছে। সদর থানার পুলিশ কর্মকর্তারা জানান, অ্যাডভোকেট শাহীন ঘটনার দিন রাতে উপশহর বাজার থেকে চাল কিনে প্রাইভেট কারে তুলে রাখেন। বাড়ি ফেরার প্রস্তুতি নিলে নুনগোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলীমুদ্দিনের সঙ্গে দেখা হয়। এ সময় কল এলে মোবাইল ফোনে কথা বলার সময় একদল যুবক শাহীনের ওপর হামলা চালায় ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। ৫ থেকে ৬ জনের একদল যুবক মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সদস্যরা বলছেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকা ঘটেছে। এদিকে গতকাল ময়নাতদন্ত শেষে পুলিশ শাহীনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। বিকাল সাড়ে ৪টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় জানাজা শেষে শহরের ধরমপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহতের স্ত্রী আকতার জাহান শিল্পী দ্রুত সময়ের মধ্যে তার স্বামীর হত্যার বিচার চান। তার ব্যবসায়িক কাজে কিছু ঝামেলা হচ্ছিল বলে তাকে জানিয়েছিল। অ্যাডভোকেট শাহীন হত্যাকান্ডে র ঘটনায় গতকাল বেলা সাড়ে ১১টায় বগুড়া আইনজীবী বার সমিতির পক্ষ থেকে ফুল কোর্ট রেফারেন্স করা হয়। দুপুরে জেলা অ্যাডভোকেটস বার সমিতি আদালত এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। তারা অবিলম্বে শাহীন হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি জানান। জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেন। অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, প্রাথমিক অনুসন্ধানে অনেক তথ্য পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে।
শিরোনাম
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
বগুড়ায় বিএনপি নেতা খুন
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর