শেয়ারবাজারের অব্যাহত দরপতনে গতকাল বিক্ষোভ কর্মসূচি শেষে পাঁচ দিনের আলটিমেটাম দিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। এর মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ অ্যান্ড কমিশনের (বিএসইসি) সামনে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। গতকাল দুপুর ২টার পর কয়েক শ বিনিয়োগকারী রাজধানীর মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনের রাস্তায় নেমে আসেন। পরে ডিএসই ভবনের সামনে প্রথমে মানববন্ধন করেন। এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ছয় দফা দাবি জানান। বাজারের এই অব্যাহত পতনের প্রতিবাদে দুই সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন জানিয়ে এক বিনিয়োগকারী বলেন, ‘এ আন্দোলনকে কেউ গুরুত্ব দিচ্ছে না। ঊর্ধ্বমুখী শেয়ারবাজারের জন্য যে দাবিগুলো আমরা তুলে ধরেছি তার একটাও বাস্তবায়নের লক্ষণ নেই। বাজার শক্তিশালী করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন।’ বিনিয়োগকারীরা জানান, আগামী মঙ্গলবারের মধ্যে বাজারের স্বার্থে তাদের দাবি মানা না হলে তারা বিএসইসির সামনে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। এবারের আন্দোলন বিনিয়োগকারীদের বেঁচে থাকার জন্য। গত সপ্তাহ থেকে চলা টানা আন্দোলনের মধ্যে এ বিক্ষোভে সবচেয়ে বেশি বিনিয়োগকারীর উপস্থিতি দেখা গেছে। সম্পদের মূল্য হারিয়ে তাদের চোখেমুখে শুধু ক্ষোভের ছায়া। মানববন্ধনে বিনিয়োগকারীরা বলেন, ‘আমরা ধীরে ধীরে নিঃস্ব হয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী আমাদেরকে বাঁচান। আপনি ছাড়া আমাদের আর কেউ রক্ষা করতে পারবে না।’ মানববন্ধনে যে ছয়টি দাবি জানানো হয় তা হলো- জেড ক্যাটাগরি এবং ওটিসি মার্কেট বন্ধ, ইস্যু মূল্যের নিচে অবস্থানরত শেয়ারগুলো ইস্যু মূল্যে বাইব্যাক, আইপিও এবং প্লেসমেন্ট শেয়ারের অবৈধ বাণিজ্য বন্ধ, তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ন্যূনতম ১০ শতাংশ লভ্যাংশ বাধ্যতামূলক, খন্দকার ইব্রাহীম খালেদের তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা ও বিএসইসি চেয়ারম্যান খায়রুল হোসেনের পদত্যাগ। এদিকে গতকাল উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক দিন শেষে কিছুটা বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্টে বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২১৭ ও ১৮৮০ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩১৪ কোটি ৫৪ লাখ টাকার। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১১৯ পয়েন্টে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা