শেয়ারবাজারের অব্যাহত দরপতনে গতকাল বিক্ষোভ কর্মসূচি শেষে পাঁচ দিনের আলটিমেটাম দিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। এর মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ অ্যান্ড কমিশনের (বিএসইসি) সামনে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। গতকাল দুপুর ২টার পর কয়েক শ বিনিয়োগকারী রাজধানীর মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনের রাস্তায় নেমে আসেন। পরে ডিএসই ভবনের সামনে প্রথমে মানববন্ধন করেন। এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ছয় দফা দাবি জানান। বাজারের এই অব্যাহত পতনের প্রতিবাদে দুই সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন জানিয়ে এক বিনিয়োগকারী বলেন, ‘এ আন্দোলনকে কেউ গুরুত্ব দিচ্ছে না। ঊর্ধ্বমুখী শেয়ারবাজারের জন্য যে দাবিগুলো আমরা তুলে ধরেছি তার একটাও বাস্তবায়নের লক্ষণ নেই। বাজার শক্তিশালী করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন।’ বিনিয়োগকারীরা জানান, আগামী মঙ্গলবারের মধ্যে বাজারের স্বার্থে তাদের দাবি মানা না হলে তারা বিএসইসির সামনে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। এবারের আন্দোলন বিনিয়োগকারীদের বেঁচে থাকার জন্য। গত সপ্তাহ থেকে চলা টানা আন্দোলনের মধ্যে এ বিক্ষোভে সবচেয়ে বেশি বিনিয়োগকারীর উপস্থিতি দেখা গেছে। সম্পদের মূল্য হারিয়ে তাদের চোখেমুখে শুধু ক্ষোভের ছায়া। মানববন্ধনে বিনিয়োগকারীরা বলেন, ‘আমরা ধীরে ধীরে নিঃস্ব হয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী আমাদেরকে বাঁচান। আপনি ছাড়া আমাদের আর কেউ রক্ষা করতে পারবে না।’ মানববন্ধনে যে ছয়টি দাবি জানানো হয় তা হলো- জেড ক্যাটাগরি এবং ওটিসি মার্কেট বন্ধ, ইস্যু মূল্যের নিচে অবস্থানরত শেয়ারগুলো ইস্যু মূল্যে বাইব্যাক, আইপিও এবং প্লেসমেন্ট শেয়ারের অবৈধ বাণিজ্য বন্ধ, তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ন্যূনতম ১০ শতাংশ লভ্যাংশ বাধ্যতামূলক, খন্দকার ইব্রাহীম খালেদের তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা ও বিএসইসি চেয়ারম্যান খায়রুল হোসেনের পদত্যাগ। এদিকে গতকাল উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক দিন শেষে কিছুটা বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্টে বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২১৭ ও ১৮৮০ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩১৪ কোটি ৫৪ লাখ টাকার। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১১৯ পয়েন্টে।
শিরোনাম
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
শেয়ারবাজার বিনিয়োগকারীদের আলটিমেটাম
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর