শেয়ারবাজারের অব্যাহত দরপতনে গতকাল বিক্ষোভ কর্মসূচি শেষে পাঁচ দিনের আলটিমেটাম দিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। এর মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ অ্যান্ড কমিশনের (বিএসইসি) সামনে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। গতকাল দুপুর ২টার পর কয়েক শ বিনিয়োগকারী রাজধানীর মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনের রাস্তায় নেমে আসেন। পরে ডিএসই ভবনের সামনে প্রথমে মানববন্ধন করেন। এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ছয় দফা দাবি জানান। বাজারের এই অব্যাহত পতনের প্রতিবাদে দুই সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন জানিয়ে এক বিনিয়োগকারী বলেন, ‘এ আন্দোলনকে কেউ গুরুত্ব দিচ্ছে না। ঊর্ধ্বমুখী শেয়ারবাজারের জন্য যে দাবিগুলো আমরা তুলে ধরেছি তার একটাও বাস্তবায়নের লক্ষণ নেই। বাজার শক্তিশালী করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন।’ বিনিয়োগকারীরা জানান, আগামী মঙ্গলবারের মধ্যে বাজারের স্বার্থে তাদের দাবি মানা না হলে তারা বিএসইসির সামনে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। এবারের আন্দোলন বিনিয়োগকারীদের বেঁচে থাকার জন্য। গত সপ্তাহ থেকে চলা টানা আন্দোলনের মধ্যে এ বিক্ষোভে সবচেয়ে বেশি বিনিয়োগকারীর উপস্থিতি দেখা গেছে। সম্পদের মূল্য হারিয়ে তাদের চোখেমুখে শুধু ক্ষোভের ছায়া। মানববন্ধনে বিনিয়োগকারীরা বলেন, ‘আমরা ধীরে ধীরে নিঃস্ব হয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী আমাদেরকে বাঁচান। আপনি ছাড়া আমাদের আর কেউ রক্ষা করতে পারবে না।’ মানববন্ধনে যে ছয়টি দাবি জানানো হয় তা হলো- জেড ক্যাটাগরি এবং ওটিসি মার্কেট বন্ধ, ইস্যু মূল্যের নিচে অবস্থানরত শেয়ারগুলো ইস্যু মূল্যে বাইব্যাক, আইপিও এবং প্লেসমেন্ট শেয়ারের অবৈধ বাণিজ্য বন্ধ, তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ন্যূনতম ১০ শতাংশ লভ্যাংশ বাধ্যতামূলক, খন্দকার ইব্রাহীম খালেদের তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা ও বিএসইসি চেয়ারম্যান খায়রুল হোসেনের পদত্যাগ। এদিকে গতকাল উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক দিন শেষে কিছুটা বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্টে বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২১৭ ও ১৮৮০ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩১৪ কোটি ৫৪ লাখ টাকার। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১১৯ পয়েন্টে।
শিরোনাম
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়