শনিবার, ২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বরিশালে দলিল লেখককে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সদর উপজেলার বুখাইনগর রাজধর গ্রামে এক দলিল লেখককে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল সকালে ওই গ্রামের নিজ বাসা থেকে রেজাউল করিম রিয়াজের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের স্ত্রী ও শ্যালককে আটক করেছে। নিহত রিয়াজ ওই গ্রামের ছত্তার হাওলাদারের ছেলে এবং পেশায় একজন দলিল লেখক ছিলেন।

কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, গতকাল সকালে ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের মধ্যে রিয়াজের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান তারা। তার ঘাড়ে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। রাতে নিহত রিয়াজ এবং তার স্ত্রী ছাড়া ওই ঘরে আর কেউ ছিলেন না। এ ঘটনায় সন্দেহজনকভাবে তার স্ত্রী আমেনা খাতুন লিজা এবং লিজার ভাই মো. ইমনকে আটক করেছে পুলিশ। আটকরা নিজেদের নির্দোষ দাবি করে এই হত্যার ঘটনায় নিহত রিয়াজের ভাইকে দায়ী করছেন। জমিজমা ও আর্থিক দ্বন্দ্ব এবং ভাইদের সঙ্গে শত্রুতার জের ধরে এই হত্যাকা  সংঘটিত হতে পারে বলে দাবি স্ত্রী লিজার। বরিশাল নগরীর পলাশপুরের বৌবাজার এলাকায় ৪ বছর আগে লিজার সঙ্গে রিয়াজের বিয়ে হয়। তাদের কোনো সন্তান নেই। রিয়াজের সঙ্গে বিয়ের আগে লিজার আরও দুটি বিয়ে হয়। একটি বাবুগঞ্জে এবং অপরটি ঢাকায়। লিজা আগের দুই স্বামীর জমিজমা ও টাকা হাতিয়ে তাদের পরিত্যাগ করেছে বলে অভিযোগ রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর