মঙ্গলবার, ৭ মে, ২০১৯ ০০:০০ টা

শেয়ারবাজারে ফের বড় দরপতন

নিজস্ব প্রতিবেদক

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নানামুখী পদক্ষেপে পতনের মধ্যে নিমজ্জিত থাকা শেয়ারবাজার আলোর মুখ দেখাচ্ছিল। কিন্তু মাত্র তিন কার্যদিবস উত্থানের পর আবার বড় পতনে শেষ হয়েছে লেনদেন। গতকাল

উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেনও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩৩ ও ১৮৮১ পয়েন্টে। ডিএসইতে ৪৬৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট  লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৭ কোটি টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৬৮ কোটি টাকা। লেনদেন হওয়া ৩৪৫ কোম্পানির মধ্যে ৬০টি বা ১৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ২৫৮টি বা ৭৫ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি বা ৮ শতাংশ কোম্পানির দর। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফরচুন সুজ। কোম্পানির ৩৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা এস্কয়্যার নিট কম্পোজিটের ১৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ১২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে ছিল ন্যাশনাল পলিমার। শীর্ষ দশ লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লিগ্যাসি ফুটওয়্যার, মুন্নু সিরামিক, ন্যাশনাল টিউবস, জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং করপোরেশন, ব্র্যাক ব্যাংক এবং ইউনাইটেড পাওয়ার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৭৯ পয়েন্টে। সিএসইতে হাতবদল হওয়া ২৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫১টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। ২০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট  লেনদেন হয়েছে সিএসইতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর