বুধবার, ৮ মে, ২০১৯ ০০:০০ টা
কৃষি সংবাদ

রাজশাহীর বাজারে লিচু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাজারে লিচু

মধুমাস জ্যৈষ্ঠ আসতে বাকি আর এক সপ্তাহ। এরই মধ্যে রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে রসালো ফল লিচু। কিন্তু দাম চড়া। বিক্রেতারা বলছেন, লিচু সবেমাত্র উঠতে শুরু করেছে। তাই সরবরাহ কম। এ কারণে দাম চড়া। আগামী দুই সপ্তাহের মধ্যে দাম কমতে শুরু করবে। গতকাল সকালে মহানগরীর প্রাণকেন্দ্র সাহেববাজারে পাঁচজন বিক্রেতা লিচু বিক্রি করছিলেন। তারা জানান, চলতি মৌসুমে সবেমাত্র বাজারে লিচু উঠেছে। প্রতি ১০০ পিস লিচু বিক্রি করছেন ৩০০ থেকে ৩২০ টাকায়। আর সপ্তা দেড় থেকে দুইয়ের মধ্যে দেড়শ থেকে দুইশ টাকায় লিচু বিক্রি করা যাবে। এখন চড়া দরে কেনায় বেশি দামেই তাদের বিক্রি করতে হচ্ছে। সাহেববাজারে লিচু বিক্রি করছিলেন আব্বাস আলী। তার বাড়ি নগরীর ছোটবনগ্রাম এলাকায়। তিনি জানান, তাদের এলাকায় ছোট আর বড় মিলিয়ে বেশ কয়েকটি লিচুবাগান আছে। প্রতি মৌসুমে তিনি সেসব বাগানের মালিকের কাছ থেকে লিচু কিনে বাজারে খুচরা বিক্রি করেন। গতকাল সকালে তিনি ৫ হাজার লিচু কিনেছেন। তবে দাম বেশি হওয়ায় বেচাবিক্রি খুব একটা জমেনি। আরেক লিচু বিক্রেতা শফিকুল ইসলামের বাড়ি মহানগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙ্গা এলাকায়। তিনি বলেন, বাজারে সবেমাত্র লিচু উঠতে শুরু করায় ক্রেতারা আগ্রহ নিয়েই দেখছেন। কিন্তু দাম শোনার পর বেশিরভাগ ক্রেতাই পিছুটান দিচ্ছেন। তিনি সাড়ে ৩ হাজার পিস লিচু এনেছেন। কিন্তু দুপুর পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র ১ হাজার পিস। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামসুল হক বলেন, জেলায় এবার ৪৮০ হেক্টর জমিতে লিচুবাগান আছে।

প্রতি হেক্টরে সাড়ে চার টন করে তারা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছেন। প্রতিটি বাগানের গাছগুলোতে এখন থোকায় থোকায় লিচু ঝুলছে। তারা আশা করছেন এবার লিচুচাষ করে চাষিরা লাভবান হবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর