Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ১০ জুন, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৯ জুন, ২০১৯ ২৩:৩১

শব্দাবলীর বৈশাখিনী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শব্দাবলীর বৈশাখিনী

দেশের আট বিভাগীয় শহরে বিরাঙ্গনার গল্পগাথা নিয়ে নির্মিত নাটক ‘বৈশাখিনী’ মঞ্চস্থ করবে বরিশালের ঐহিত্যবাহী সাংস্কৃতিক সংগঠন শব্দাবলী। সংগঠনটির ৬৬তম প্রযোজনার এই নাটক নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করবে বলে আশা তাদের। ১২ জুন বরিশাল বিভাগের ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে ‘বৈশাখিনী’ মঞ্চায়নের মধ্য দিয়ে শুরু হবে এই নাটকের দেশ ভ্রমণ। এরপর মঞ্চস্থ হবে একই বিভাগের পটুয়াখালী ও বরগুনায়। বরিশাল বিভাগ শেষে পর্যায়ক্রমে ‘বৈশাখিনী’ মঞ্চস্থ হবে সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, রংপুর, ময়মনসিংহ এবং সব শেষে ঢাকায়। নাটকটি মূল গল্প লিখেছেন ভারতের প্রখ্যাত নাট্যকার চন্দন সেন। নবনাট্য রূপ দিয়েছেন ড. মাহফুজা হিলালী। নির্দেশনায় ছিলেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ দুলাল।


আপনার মন্তব্য