বুধবার, ১২ জুন, ২০১৯ ০০:০০ টা
চট্টগ্রাম কারাগারে খুন

স্বীকারোক্তিমূলক জবানবন্দি রিপনের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুর্ধর্ষ সন্ত্রাসী অমিত মুহুরীকে খুনের দায় শিকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন একমাত্র এজাহারভুক্ত আসামি রিপন নাথ। গতকাল চট্টগ্রামের অতিরিক্ত মহানগর আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদের আদালতে খুনের দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, অমিত মুহুরীর খুনের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন গ্রেফতারকৃত রিপন। আদালত জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আজিজ আহমেদ বলেন, রিপন খুনের দায় স্বীকার করেছে। পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে একাই খুনের কথা জানান। এ মামলার আরও তদন্ত প্রয়োজন। দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে এ মামলার চার্জশিট দেব। জানা যায়, আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে একাই ইটের আঘাতে অমিত মুহুরীকে খুনের কথা স্বীকার করেছেন। এছাড়া খুনের কারণ হিসেবে উল্লেখ করেন রাতে অমিত মুহুরীর পায়ের কাছে ঘুমাতে বলা হয় রিপন নাথকে। এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কিও হয়। তর্কাতর্কির এক পর্যায়ে অমিত মুহুরী ‘বশ করা জিন’ দিয়ে রিপন নাথকে গুম করার হুমকি দেয়। রাগ ও জিনের ভয়ে অমিত মুহুরীকে খুন করে বলে জানায় রিপন।

সর্বশেষ খবর