শনিবার, ৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা
রিফাত হত্যা মামলা

দায় স্বীকার করে আরও দুজনের জবানবন্দি

বরগুনা প্রতিনিধি

বরগুনায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে রিফাত হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে হত্যাকান্ডে জড়িত সন্দেহে গ্রেফতার নাজমুল হাসান ও মো. সাগর। এ সময় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য কামরুলকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে জবানবন্দি         দেয় আসামিরা। এ সময় বিচারক তাদের জবানবন্দি গ্রহণ করে জেলহাজতে পাঠান ও একজনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ন কবির বলেন, জড়িত থাকার সন্দেহে গ্রেফতার নাজমুল হাসানকে প্রথমে তিন দিনের পরে আরও পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কামরুল ও মো. সাগরকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে গতকাল সন্ধ্যার পর তাদের বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। নাজমুল হাসান ও সাগর আদালতের বিচারকের কাছে হত্যাকাে  জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় কামরুলকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বরগুনা পৌর শহরের কলেজ রোড এলাকায় প্রকাশ্য দিবালোকে রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১০ জনকে। এজাহারভুক্ত ১২ আসামির মধ্যে পাঁচ ও হত্যাকাে  জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ মামলায় এখনো এজাহারভুক্ত ছয় আসামি পলাতক রয়েছে।

সর্বশেষ খবর