Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১০ জুলাই, ২০১৯ ২৩:১২

মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই

নিজস্ব প্রতিবেদক

মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই

বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই। গতকাল ভোররাতে তিনি ঢাকার গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে মাইলো ফাইব্রোসিস (রক্ত সংক্রামণ) রোগে আক্রান্ত ছিলেন। মুহাম্মদ জাহাঙ্গীর ছিলেন নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের ছোটভাই।

প্রয়াতের ছেলে অপূর্ব জাহাঙ্গীর তার ফেসবুক পেজে লেখেন, ‘আমার বাবা মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই। রাত ১২টা ৪০ মিনিটে তিনি চলে গেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন।’ ইউনূস সেন্টারের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার তানবিরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে জানান, সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এবং আসর নামাজের পর শান্তিনগরে তার জানাজা অনুষ্ঠানের পর সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবী  গোরস্তানে দাফন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক মুহাম্মদ জাহাঙ্গীর ১৯৭০-এর দশকের প্রথম দিকে দৈনিক বাংলায় সাংবাদিকতা শুরু করেন। তিনি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য। তার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন শোক জানিয়েছেন।  মুহাম্মদ জাহাঙ্গীর বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের আলোচনাধর্মী অনুষ্ঠান অভিমত-এর সঞ্চালক ছিলেন। সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিউনিকেশনের নির্বাহী পরিচালক ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) এর বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। রাজধানীর দুটি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা গণযোগাযোগ বিষয়ে পড়াতেন তিনি। তার লেখা ও সম্পাদিত বইয়ের সংখ্যা ২৫টি।


আপনার মন্তব্য