ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলসহ চার দফা দাবিতে গতকাল রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শাহবাগে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় তারা। এদিকে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আজ বৃহস্পতিবার থেকে সব ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। চার দফা দাবির মধ্যে রয়েছে, যে কোনো মূল্যে সাত কলেজের অধিভুক্তি বাতিল করা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম অটোমেশনের আওতায় নিয়ে আসা, দুই মাসের মধ্যে সব পরীক্ষার ফলাফল ও ক্যাম্পাসে বহিরাগত যান চলাচল নিয়ন্ত্রণ ও রিকশা ভাড়া নির্ধারণ করা। আন্দোলনকারীদের মুখপাত্র ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শাকিল মিয়া বলেন, আমরা চারটি দাবি নিয়ে প্রশাসনকে আলটিমেটাম দিয়েছিলাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। তিনি বলেন, আগামীকাল (আজ) থেকে সব ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া আজ ১১টায় আবার আন্দোলন হবে। এর আগে বেলা ১১টায় রাজু ভাস্কর্যের সামনে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে একটি মিছিল বের করে। মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে দুপুর ১২টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। উপাচার্যের বক্তব্য : উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে অধিভুক্তি বাতিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি একটি জাতীয় সিদ্ধান্ত। বিষয়টি শৃঙ্খলার মধ্যে চলে আসছে। তাই এ শৃঙ্খলা যাতে ব্যাহত না হয়, এজন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।’ শিক্ষার্থীদের অন্য দাবির বিষয়ে বলেন, ‘এসব বিষয়ে প্রক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিষয়গুলো দেখছেন।’
শিরোনাম
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন