ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলসহ চার দফা দাবিতে গতকাল রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শাহবাগে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় তারা। এদিকে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আজ বৃহস্পতিবার থেকে সব ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। চার দফা দাবির মধ্যে রয়েছে, যে কোনো মূল্যে সাত কলেজের অধিভুক্তি বাতিল করা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম অটোমেশনের আওতায় নিয়ে আসা, দুই মাসের মধ্যে সব পরীক্ষার ফলাফল ও ক্যাম্পাসে বহিরাগত যান চলাচল নিয়ন্ত্রণ ও রিকশা ভাড়া নির্ধারণ করা। আন্দোলনকারীদের মুখপাত্র ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শাকিল মিয়া বলেন, আমরা চারটি দাবি নিয়ে প্রশাসনকে আলটিমেটাম দিয়েছিলাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। তিনি বলেন, আগামীকাল (আজ) থেকে সব ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া আজ ১১টায় আবার আন্দোলন হবে। এর আগে বেলা ১১টায় রাজু ভাস্কর্যের সামনে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে একটি মিছিল বের করে। মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে দুপুর ১২টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। উপাচার্যের বক্তব্য : উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে অধিভুক্তি বাতিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি একটি জাতীয় সিদ্ধান্ত। বিষয়টি শৃঙ্খলার মধ্যে চলে আসছে। তাই এ শৃঙ্খলা যাতে ব্যাহত না হয়, এজন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।’ শিক্ষার্থীদের অন্য দাবির বিষয়ে বলেন, ‘এসব বিষয়ে প্রক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিষয়গুলো দেখছেন।’
শিরোনাম
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
বাতিল দাবি সাত কলেজের অধিভুক্তি, শাহবাগ অবরোধ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর