বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ডাকসু ভিপি নূরের ওপর হামলা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বন্দরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নূরের মোটরসাইকেল বহরে হামলার ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে দুর্বৃত্তদের হামলায় নূরসহ ৪-৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল থেকে নূরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠান। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল উপজেলার চরবিশ্বাস থেকে বদনাতলী ঘাটে আসেন নূর ও তার সঙ্গীরা। সেখান থেকে কয়েকটি মোটরসাইকেলে বন্ধুদের নিয়ে দশমিনায় বোনের বাড়ি যাওয়ার উদ্দেশে রওয়ানা হন। উলানিয়া বন্দরের চৌরাস্তায় পৌঁছলে কতিপয় যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নূরের মোটরসাইকেল বহরে হামলা চালায়। এ সময় ফাঁড়ির পুলিশ আক্রমণকারীদের নিবৃত্ত করার চেষ্টা করে। নূর একটি ঘরে ঢুকে পড়লে কার্যত নূর ও তার সঙ্গীরা অবরুদ্ধ হয়ে পড়েন। সংবাদ পেয়ে এএসপি সার্কেল মো. হাফিজুর রহমান ও গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নূরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। এ ব্যাপারে নূরের মোবাইল ফোনে কল দিলে তার বন্ধু ও সফরসঙ্গী সোহরাওয়ার্দী কলেজের একাউন্টিং বিভাগের ছাত্র রুবেল বলেন, নূর অসুস্থ কথা বলতে পারছেন না। আমরা উলানিয়া বন্দরে পৌঁছলে আমাদের ওপর ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালায়। এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ বলেন, নূর তার বোনের বাড়ি দশমিনা যাচ্ছিলেন। এ সময় গলাচিপা থেকে আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা পটুয়াখালী-৩ আসনের এমপির বাড়িতে ঈদ শুভেচ্ছাবিনিময় করতে যাচ্ছিলেন। দুদিক থেকে গাড়ি আসতে দেখে নূরের গাড়িবহর মাঝখানে পড়ে নূর ভয়ে পালানোর চেষ্টা করে পড়ে গিয়ে আহত হন।

তাকে আমরা গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর