শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

দুই বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ নিহত ৩

প্রতিদিন ডেস্ক

বিজিবি ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন রোহিঙ্গা ইয়াবা পাচারকারী ও একজন ডাকাত সর্দার রয়েছেন। কক্সবাজারের টেকনাফ ও ময়মনসিংহের গফরগাঁওয়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

টেকনাফ (কক্সবাজার) : টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছেন। এ সময় দুই বিজিবি সদস্যও আহত হন। গতকাল টেকনাফ হোয়াইক্যং উলুবনিয়া গ্রামের পূর্বপাশ বরাবর নাফনদী কাটাখাল এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, তিনটি ধারালো কিরিচ জব্দ করেছে বিজিবি।

নিহতরা হচ্ছেন মো. সাকের (২২) ও হ্নীলা মুছনী নয়াপাড়া ক্যা¤ন্ডেপর আলী নুর আলম (৩০)। বিজিবির দাবি, নিহত রোহিঙ্গারা মাদক পাচারকারী ছিলেন।  ময়মনসিংহ : গফরগাঁওয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার এখলাছ উদ্দিন (৩০) নিহত হয়েছেন। গতকাল রাত দেড়টার দিকে এ বন্দুকযুদ্ধেও ঘটনা ঘটে। এখলাছ অটোরিকশা চালক সুজন হত্যা মামলার প্রধান আসামি।

 

সর্বশেষ খবর