সোমবার, ২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

স্কুলে মেয়েকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল বাবার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বংশালের নিজ বাসা থেকে বের হয়ে পলাশীর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলে ১০ম শ্রেণি পড়ুয়া মেয়েকে আনতে মোটরসাইকেল নিয়ে বের হন আফছার উদ্দিন। নীলক্ষেত মোড়ে একটি ফিলিং স্টেশন থেকে বের হতেই প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী শরিফ ও রাজিদুল জানান, গতকাল দুপুরে নীলক্ষেত মোড়ে একটি ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নিয়ে বের হচ্ছিলেন আফছার। এ সময় একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে। আর তিনি প্রাইভেটকারের সঙ্গে আটকা পড়েন। প্রাইভেটকারটি আফছারকে টেনেহিঁচড়ে বেশ কিছুদূর নিয়ে যায়। মৃতের ভাই রিয়াজ উদ্দিন জানান, বংশালে হেলমেটের ব্যাবসায়ী আফছার। দুই মেয়ের জনক ছিলেন।লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান, আফছার উদ্দিনের পরিবারের পক্ষ থেকে ওই প্রাইভেটকার চালকের বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি। তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর