সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঘর গোছাতে ব্যস্ত জাপা নিষ্ক্রিয় জামায়াত

জাতীয় পার্টি খুলনা মহানগরের সাবেক সভাপতি আবদুল গফ্ফার বিশ্বাস দলে ফিরেছেন। পাশাপাশি কমিটি গঠন ও সভা-সমাবেশের মধ্য দিয়ে রাজনীতিতে সরব রয়েছে জেলা জাতীয় পার্টি।  অপরদিকে নেতা-কর্মীদের গ্রেফতার ও প্রকাশ্য সাংগঠনিক কর্মকা  না থাকায় নিষ্ক্রিয় হয়ে পড়েছে মহানগর ও জেলা জামায়াত। আর ধারাবাহিক কর্মসূচিতে রাজনীতির মাঠে জায়গা করে নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সাংগঠনিকভাবে গতিশীল ও শক্তিশালী করতে নানা কারণে জাপা থেকে বেরিয়ে যাওয়া অভিমানী নেতাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। জেলা জাপা সভাপতি শফিকুল ইসলাম মধু বলেন, দলকে শক্তিশালী করতে কেন্দ্রীয় উদ্যোগে সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। তৃণমূলে ওয়ার্ড, থানা ও উপজেলা পর্যায়ে মতবিনিময় করা হবে। জামায়াতের খুলনা মহানগর সহকারী সেক্রেটারি শাহআলম বলেন, সরকারের নীলনকশা অনুসারে আইনশৃঙ্খলা বাহিনী জামায়াতের ওপর নির্যাতন করছে। বড় ধরনের কেন্দ্রীয় কর্মসূচি না থাকায় নিষ্ক্রিয় রয়েছে বামদলগুলো। ন্যাপের খুলনা জেলা সাধারণ সম্পাদক তপন কুমার রায় বলেন, স্থানীয় সমস্যা নিরসন ও দুর্নীতির প্রতিবাদে বামদলগুলো মাঠে সোচ্চার রয়েছে। তবে কর্মী বাড়ানো বা সংগঠনকে বড় পরিসরে নেওয়ার কোনো কর্মসূচি আপাতত নেই।  অন্যদিকে খুলনায় ধারাবাহিক কর্মসূচিতে রাজনীতির মাঠে জায়গা করে নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের মহানগর সেক্রেটারি শেখ মো. নাসির উদ্দীন বলেন, বর্তমানে মহানগরের আটটি থানা ও ৩১টি ওয়ার্ডে দলের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। দলের নেতাদের তাদের দায়িত্ব সম্পর্কে প্রতিনিয়ত প্রশিক্ষণের মাধ্যমে অবহিত করা হয়।

সর্বশেষ খবর