শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

কাপড়ের রং খাবারে জরিমানা স্টার কাবাব ও ঘরোয়াকে

নিজস্ব প্রতিবেদক

জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে এবং নোংরা পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে রাজধানীর দুটি রেস্টুরেন্টের দুই ম্যানেজারকে কারাদন্ড  দেওয়া হয়েছে। খাবারে কাপড়ে ব্যবহারযোগ্য রংও ব্যবহৃত হয়। গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্ত নূর চৌধুরী এ সাজা দেন। ডিএসসিসি সূত্রে জানা যায়, খাদ্যে ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত স্টার কাবাব ও ঘরোয়া রেস্টুরেন্টে অভিযান চালায় ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত। অভিযানে গিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর পোড়া তেল, কাপড়ে ব্যবহারযোগ্য রং ব্যবহার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ পাওয়া

যায়। এ ছাড়া কাঁচা ও রান্না করা মাংস ফ্রিজে একসঙ্গে রাখা হয়েছে। এ ঘটনায় স্টার কাবাবের ম্যানেজার মনিরুল ইসলামকে পাঁচ দিনের ও ঘরোয়া রেস্টুরেন্টের ম্যানেজার গোলাম রাব্বানীকে দুই দিনের বিনাশ্রম কারাদন্ড  দেওয়া হয়।

সর্বশেষ খবর