সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

উল্টো পথে আসা গাড়ির চাপায় নিহত ৪

প্রতিদিন ডেস্ক

উল্টো পথে আসা গাড়ির চাপায় নিহত ৪

কুমিল্লা ও কিশোরগঞ্জে এবার উল্টো পথে আসা গাড়ির চাপায় মারা গেছেন তিন ছাত্রলীগ নেতাসহ চারজন। গতকাল এ ঘটনা ঘটেছে। এ ছাড়াও বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও নিহতের ঘটনা ঘটেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা : কুমিল্লা সদর দক্ষিণে রং সাইডে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-  উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের সাদেক মিয়ার ছেলে কাজল হোসেন (২৮), লালমতি গ্রামের হুমায়ুন কবির মুন্সীর ছেলে তৌকির আহমেদ সজল (২৭) ও আবদুল লতিফের ছেলে শাহীন হোসেন (২৬)। কাজল বিজয়পুর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সজল অর্থ সম্পাদক এবং শাহীন সদস্য। কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, সদর দক্ষিণ উপজেলা থেকে প্রয়োজনীয় কাজ শেষে কাজল, সজল এবং শাহীন মোটরসাইকেলে উপজেলার পদুয়ারবাজার এলাকায় আসছিলেন। এ সময় হাইওয়ের পাশে অবস্থিত হোটেল নূরজাহান থেকে রং সাইড দিয়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ইউটার্ন করতে গিয়ে ওই তিন মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাসের চালক নারায়ণগঞ্জের বন্দর থানার দেওয়ানবাগ কলাবাড়ির আবদুল আজিজের ছেলে হামিদুল ইসলাম (৩৯) ও সুপারভাইজার ঢাকার যাত্রাবাড়ী থানার কোনাপাড়া আদর্শবাগের আমিনুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম হীরাকে (৩৮) আটক করেছে। কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকায় বাসচাপায় হৃদয় হোসেন (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোমান (১৬) নামে অপর আরোহী আহত হয়েছেন। নিহত হৃদয় কিশোরগঞ্জ সদর উপজেলার নোহার গ্রামের আবু তাহেরের ছেলে এবং আহত রোমান একই গ্রামের চান্দু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় ও রোমান মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। মাইজহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা অনন্যা সুপারের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই হৃদয় নিহত হয়। আহত রোমানকে ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কটিয়াদী হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে। পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় পুলিশ সদস্যের মোটরসাইকেল চাপায় মোজাহার হোসেন হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত মোজাহার হাওলাদার উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠি গ্রামের মৃত জোনাব আলী হাওলাদারের ছেলে। ঘটনাটি ঘটেছে গত শনিবার  সন্ধ্যায়  নাজিরপুর-মাটিভাঙ্গা সড়কের পাতিলাখালী প্রাইমারি স্কুল সংলগ্ন রাস্তায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মোটরসাইকেলে সাদা পোশাকের দুই পুলিশ সদস্য উপজেলার দীঘিরজান বাজার থেকে বাজার করে পিরোজপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় ওই বৃদ্ধ হেঁটে চিথলিয়া যাওয়ার পথে পাতিলাখালী প্রাইমারি স্কুলের সামনে পুলিশের মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মোজাহার হোসেনের মৃত্যু হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, এ ব্যাপারে নাজিরপুর থানায় মামলা হয়েছে।

সর্বশেষ খবর