শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

কমিটির পর বিএনপিতে কর্মচাঞ্চল্য ফিরেছে

গত ১১ সেপ্টেম্বর দীর্ঘ প্রায় এক যুগ পর পঞ্চগড়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভা হয়েছে। এ সময় নেতা-কর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ২০০৯ সালের পর বিএনপির  আর কোনো কমিটি হয়নি এই জেলায়। ফলে অভিভাবকশূন্য নেতা-কর্মীরা কোনো কার্যক্রম হাতে নিতে পারেননি। গত ১৯ আগস্ট জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।  জেলা বিএনপির প্রবীণ সদস্য জাহিরুল ইসলাম কাচ্চুকে আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়। তবে বর্তমান আহ্বায়ক কমিটি নিয়েও নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন ত্যাগী এবং বলিষ্ঠ নেতাদের আহ্বায়ক কমিটিতে রাখা হয়নি। আহ্বায়ক কমিটির সদস্য রুবেল পাটোয়ারী জানান, যারা দলের জন্য শ্রম দিয়েছেন তাদের আহ্বায়ক কমিটিতে রাখা হয়নি।

আহ্বায়ক ফরহাদ হোসেন আজাদ বলেন, অনেক দিন এই জেলায় কমিটি ছিল না। নতুন করে প্রত্যেক ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলায় বর্ধিত সভা করে আহ্বায়ক কমিটি করা হবে।

সর্বশেষ খবর