রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
স্বাস্থ্য পরামর্শ

বয়সভেদে শিশুর ওজন ও উচ্চতা

প্রতিদিন ডেস্ক

অনেক কিছুর ওপর ভিত্তি করেই শিশুর ওজন এবং উচ্চতার তারতম্য হতে পারে। তবে বয়সভেদে শিশুর যে স্বাভাবিক ওজন ও উচ্চতার একটি বিশেষ পরিমাপক রয়েছে তা প্রত্যেক বাবা-মায়ের জেনে রাখা জরুরি। কারণ, এ থেকেই বুঝবেন আপনার শিশু ঠিকমতো বেড়ে উঠছে কিনা। তাকে ডাক্তারের কাছে নেওয়া প্রয়োজন কিনা। প্রথম বছর শিশুর জন্মের পর কয়েক দিনে তার ওজন প্রায় ১৫ শতাংশ কমে যায়। এটি স্বাভাবিক। এর পরেই আবার ৭-১০ দিনে শিশুর ওজন পুনরায় আগের মতো হয়ে যায় এবং তারপর থেকে গড়ে প্রায় প্রতিদিন ২৫ গ্রাম করে তিন মাস পর্যন্ত বাড়তে থাকে। শিশু তার পাঁচ মাস বয়সে জন্ম ওজনের দ্বিগুণ এবং এক বছর বয়সে জন্ম ওজনের তিনগুণ ওজন স্বাভাবিকভাবে গ্রহণ করবে। এরপর থেকে শিশুর খাবার, জিনগত বৈশিষ্ট্য অনুপাতে শিশুর ওজনের তারতম্য লক্ষ করা যায়। শিশুর উচ্চতা জন্মকালীন সময়ে ৫০ সেন্টিমিটার বা ২০ ইঞ্চি পর্যন্ত হতে পারে। ৬ মাসের মধ্যে স্বাভাবিক অনুপাতে এই উচ্চতা ৬৮ সেন্টিমিটার বা ২৭ ইঞ্চি পর্যন্ত হতে পারে। এরপর বছরভেদে এই উচ্চতার স্বাভাবিক মাত্রা হলো- এক বছর ৭৫ সেন্টিমিটার বা ৩০ ইঞ্চি, দুই বছর ৮৫ সেন্টিমিটার বা ৩৪ ইঞ্চি, তিন বছর ৯৫ সেন্টিমিটার বা ৩৭ ইঞ্চি, চার বছর ১০০ সেন্টিমিটার বা ৩৯ ইঞ্চি। এরপর আট বছর পর্যন্ত শিশুর উচ্চতা সাধারণত গড়ে ৫.৫ সেন্টিমিটার বা দুই ইঞ্চি করে বৃদ্ধি পায়। ওজনের মতো উচ্চতার ক্ষেত্রেও শিশুর খাবার, পুষ্টি, জিনগত  বৈশিষ্ট্য ইত্যাদি পরিমাপক হিসেবে কাজ করতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর