রাজধানীর আগারগাঁওয়ে লাল টুকটুকে একটি বিশাল দৃষ্টিনন্দন ভবন। ভবনটি দেখতে অবিকল ডাকবাক্সের মতো! ডাক অধিদফতরের সদর দফতর এটি। শুধু মনোমুগ্ধকর সদর দফতর নির্মাণই নয়, ডাক বিভাগকে নতুন করে ঢেলে সাজাতে নানা রকম পদক্ষেপও নিয়েছে সরকার। প্রতিযোগিতায় টিকে থাকতে ডাক বিভাগকে আধুনিক প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলা হচ্ছে। ডাক দ্রব্যাদি পরিবহনে কেনা হচ্ছে আধুনিক গাড়ি। গ্রামে গ্রামে পোস্ট ই-সেন্টারের মাধ্যমে মানুষকে দেওয়া হচ্ছে ডিজিটাল সেবা। পুরনো ডাকঘরগুলোর সংস্কার করা হচ্ছে আর ডাক কার্যক্রম গতিশীল করার জন্য নেওয়া হয়েছে উদ্যোগ। এসব কর্মকা গ্রহণের ফলে সাম্প্রতিক বছরগুলোতে ডাক অধিদফতরের রাজস্ব আয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় আজ দেশব্যাপী পালিত হতে যাচ্ছে বিশ্ব ডাক দিবস। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রযুক্তিগত কারণে ও জীবনযাত্রায় পরিবর্তন আসায় আগের চেয়ে মানুষের চিঠিপত্র আদান-প্রদানের হার কমে গেছে। তবে অনলাইন শপিং করার হার বৃদ্ধি পাওয়ায় পার্সেলের হার বৃদ্ধি পেয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগের কর্মকান্ডে ও ডিজিটাল পরিবর্তন আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। ডাক বিভাগকে আমরা প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে চাই। এজন্য পুরনো ডাকঘরগুলোকে আমরা ডিজিটাল ডাক সেন্টারে রূপান্তরিত করছি। ডাক অধিদফতর কর্তৃক পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি শীর্ষক প্রকল্পের আওতায় ৪০০টি উপজেলা ও সাব-পোস্ট অফিস এবং আট হাজার ১০০টি গ্রামীণ অ-বিভাগীয় শাখা ডাকঘরকে পোস্ট ই-সেন্টারে রূপান্তর করা হয়েছে। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে ডাকবাক্সের আদলে নির্মাণ করা হয়েছে ডাক অধিদফতরের সদর দফতর। ১৪ তলাবিশিষ্ট সুদৃশ্য ডাক ভবনটি আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত। সম্প্রতি ডাক ভবনের নির্মাণ শেষ হয়েছে। এই ভবনে আছে দুটি বেইজমেন্টসহ মিলনায়তন, সভাকক্ষ, সার্ভার, ডাক জাদুঘর, গ্রন্থাগার। এ ছাড়া ডাক অধিদফতরের অধীনস্থ জরাজীর্ণ ডাকঘরগুলো সংস্কার প্রকল্পের আওতায় সারা দেশে বিভিন্ন শ্রেণির মোট ৭৯টি ডাকঘর পুনর্নির্মাণ, সম্প্রসারণ ও মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ নামক আরও একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটি বাস্তবায়নের মাধ্যমে নতুন আধুনিক ১৪টি মেইল প্রসেসিং সেন্টার স্থাপন করা হবে। ডাক অধিদফতরের দেওয়া তথ্যে, ডাকসেবা আধুনিকায়নে বিভিন্ন ব্যবস্থা ও নতুন সেবা চালু করার ফলে সাম্প্রতিক বছরগুলোতে ডাক অধিদফতরের রাজস্ব আয়ে উল্লেখযোগ্য পরিমাণ প্রবৃদ্ধি হয়েছে।
শিরোনাম
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
ডাকঘর হবে ডিজিটাল সেন্টার
বিশ্ব ডাক দিবস আজ
জিন্নাতুন নূর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর