রাজধানীর আগারগাঁওয়ে লাল টুকটুকে একটি বিশাল দৃষ্টিনন্দন ভবন। ভবনটি দেখতে অবিকল ডাকবাক্সের মতো! ডাক অধিদফতরের সদর দফতর এটি। শুধু মনোমুগ্ধকর সদর দফতর নির্মাণই নয়, ডাক বিভাগকে নতুন করে ঢেলে সাজাতে নানা রকম পদক্ষেপও নিয়েছে সরকার। প্রতিযোগিতায় টিকে থাকতে ডাক বিভাগকে আধুনিক প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলা হচ্ছে। ডাক দ্রব্যাদি পরিবহনে কেনা হচ্ছে আধুনিক গাড়ি। গ্রামে গ্রামে পোস্ট ই-সেন্টারের মাধ্যমে মানুষকে দেওয়া হচ্ছে ডিজিটাল সেবা। পুরনো ডাকঘরগুলোর সংস্কার করা হচ্ছে আর ডাক কার্যক্রম গতিশীল করার জন্য নেওয়া হয়েছে উদ্যোগ। এসব কর্মকা গ্রহণের ফলে সাম্প্রতিক বছরগুলোতে ডাক অধিদফতরের রাজস্ব আয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় আজ দেশব্যাপী পালিত হতে যাচ্ছে বিশ্ব ডাক দিবস। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রযুক্তিগত কারণে ও জীবনযাত্রায় পরিবর্তন আসায় আগের চেয়ে মানুষের চিঠিপত্র আদান-প্রদানের হার কমে গেছে। তবে অনলাইন শপিং করার হার বৃদ্ধি পাওয়ায় পার্সেলের হার বৃদ্ধি পেয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগের কর্মকান্ডে ও ডিজিটাল পরিবর্তন আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। ডাক বিভাগকে আমরা প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে চাই। এজন্য পুরনো ডাকঘরগুলোকে আমরা ডিজিটাল ডাক সেন্টারে রূপান্তরিত করছি। ডাক অধিদফতর কর্তৃক পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি শীর্ষক প্রকল্পের আওতায় ৪০০টি উপজেলা ও সাব-পোস্ট অফিস এবং আট হাজার ১০০টি গ্রামীণ অ-বিভাগীয় শাখা ডাকঘরকে পোস্ট ই-সেন্টারে রূপান্তর করা হয়েছে। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে ডাকবাক্সের আদলে নির্মাণ করা হয়েছে ডাক অধিদফতরের সদর দফতর। ১৪ তলাবিশিষ্ট সুদৃশ্য ডাক ভবনটি আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত। সম্প্রতি ডাক ভবনের নির্মাণ শেষ হয়েছে। এই ভবনে আছে দুটি বেইজমেন্টসহ মিলনায়তন, সভাকক্ষ, সার্ভার, ডাক জাদুঘর, গ্রন্থাগার। এ ছাড়া ডাক অধিদফতরের অধীনস্থ জরাজীর্ণ ডাকঘরগুলো সংস্কার প্রকল্পের আওতায় সারা দেশে বিভিন্ন শ্রেণির মোট ৭৯টি ডাকঘর পুনর্নির্মাণ, সম্প্রসারণ ও মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ নামক আরও একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটি বাস্তবায়নের মাধ্যমে নতুন আধুনিক ১৪টি মেইল প্রসেসিং সেন্টার স্থাপন করা হবে। ডাক অধিদফতরের দেওয়া তথ্যে, ডাকসেবা আধুনিকায়নে বিভিন্ন ব্যবস্থা ও নতুন সেবা চালু করার ফলে সাম্প্রতিক বছরগুলোতে ডাক অধিদফতরের রাজস্ব আয়ে উল্লেখযোগ্য পরিমাণ প্রবৃদ্ধি হয়েছে।
শিরোনাম
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
ডাকঘর হবে ডিজিটাল সেন্টার
বিশ্ব ডাক দিবস আজ
জিন্নাতুন নূর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর