বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সম্রাটের বিরুদ্ধে চার্জশিট

পাগলা মিজান ও রাজীবের বিরুদ্ধে দুদকের মামলা

আদালত প্রতিবেদক

সম্রাটের বিরুদ্ধে চার্জশিট

রাজধানীর রমনা থানায় করা অস্ত্র আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়। এ বিষয়ে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিজাম উদ্দিন ফকির সাংবাদিকদের জানান, অস্ত্র আইনের ১৯(এ) এবং ১৯(এফ) ধারায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি সম্রাটের কাছ থেকে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি। সম্রাট অবৈধ কাগজপত্র এবং লাইসেন্সবিহীন অস্ত্র নিজ হেফাজতে এবং নিয়ন্ত্রণে রাখায় তার বিরুদ্ধে আনা অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এর আগে ৬ অক্টোবর  ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী মাদকসেবী এনামুল হক আরমানকে আটক করা হয়। আটকের সময় আরমান মাদকাসক্ত থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদ  প্রদান করে কারাগারে পাঠানো হয়।

কাউন্সিলর পাগলা মিজান ও রাজীবের বিরুদ্ধে দুদকের মামলা : নিজস্ব প্রতিবেদক জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুই কাউন্সিলর হাবিবুর রহমান ওরফে পাগলা মিজান ও তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় পাগলা মিজানের বিরুদ্ধে ৩০ কোটি ১৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া রাজীবের বিরুদ্ধে ২৬ কোটি ১৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনেছে কমিশন। গতকাল দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির দুজন কর্মকর্তা বাদী হয়ে পৃথক মামলা করেন। দুদকের জনসংযোগ কার্যালয় বিষয়টি জানিয়েছে।

সর্বশেষ খবর