শনিবার, ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বগুড়ায় সেই তুফানসহ ১২ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ছাত্রী ধর্ষণের ঘটনায় মা-মেয়েকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেওয়ায় দায়ের হওয়া মামলায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ গঠন) করেছে আদালত। অভিযোগপত্র দাখিলের দুই বছর পর অভিযোগ গঠন করা হলো। গত বৃহস্পতিবার বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আহমেদ শাহরিয়ার তারিকের আদালতে এই অভিযোগ গঠন করা হয়। যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, তারা হলেন মামলার প্রধান আসামি তুফান সরকার, বগুড়া পৌরসভার কাউন্সিলর ও তুফান সরকারের স্ত্রীর বড় বোন মার্জিয়া হাসান, তুফানের স্ত্রী তাছমিন রহমান ওরফে আশা (২০), আশার মা লাভলী রহমান ওরফে রুমি (৪৫), তুফানের সহযোগী আতিকুর রহমান ওরফে আতিক (২৫), মুন্না (২৪), আলী আযম দীপু (২৫), মেহেদী হাসান ওরফে রুপম (২৬), সামিউল হক ওরফে শিমুল (২৫) ও এমারত আলম খান ওরফে জিতু (২৩), তুফানের প্রতিবেশী আঞ্জুয়ারা বেগম এবং নাপিত জীবন রবিদাস ওরফে যতিন (২৫)। তবে অভিযোগ গঠনের মতো তথ্য-উপাত্ত না থাকায় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তুফান সরকারের শ্বশুর জামিলুর রহমানকে (৬০)। সরকারি এই কৌঁসুলি আরও বলেন, অভিযোগ গঠনের মধ্য দিয়ে মূলত মামলার বিচারিক কার্যক্রম শুরু হলো। মামলার শুনানির জন্য আগামী ১০ মার্চ দিন ধার্য করেছে আদালত। এই মামলায় প্রধান আসামি তুফান সরকার জামিন পেলেও ধর্ষণের মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এই মামলায় আসামি সামিউল হক ছাড়া সবাই জামিনে রয়েছেন।

সর্বশেষ খবর