শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

স্বাধীনতাবিরোধীদের নাম সড়ক-স্থাপনা থেকে মুছে ফেলার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে দেশের সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব স্থাপনার নামফলক বা স্মৃতিফলক থেকে স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের নাম মুছে ফেলার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এসব জায়গা থেকে স্বাধীনতাবিরোধী আলবদর, রাজাকারদের নাম পরিবর্তন করার সঙ্গে সঙ্গে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের নামে এসব প্রতিষ্ঠান ও রাস্তার নামকরণের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। হাই কোর্টের আদেশ বাস্তবায়ন করে এ সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।এ সংক্রান্ত এক রিটের ওপর জারি করা রুলের শুনানি নিয়ে গতকাল বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে গতকাল রিটকারীদের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এ কে রাশিদুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত। স্বাধীনতাবিরোধীদের নামে স্থাপনা, সড়ক, অবকাঠামোর নামকরণ স্থগিত চেয়ে ২০১২ সালে হাই কোর্টে একটি রিট দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. মুনতাসীর মামুন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ১৪ মে রুলসহ খান এ সবুর ও শাহ আজিজুর রহমানের নাম ব্যবহার স্থগিতের আদেশ দেয় হাই কোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করে আদালত।

সর্বশেষ খবর