শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
বাজারে সিন্ডিকেটের কারসাজি

সরকারকে রেফারির ভূমিকায় চাই

-------- গোলাম রহমান

রুহুল আমিন রাসেল

সরকারকে রেফারির ভূমিকায় চাই

বাজারে পণ্যমূল্য নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ের জন্য সরকারকে সারা বছর রেফারির ভূমিকায় দেখতে  চান ভোক্তা অধিকার বিষয়ক বেসরকারি সংস্থা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব সভাপতি গোলাম রহমান। তিনি বলেছেন- মাঠে যেমন খেলার পুরো সময় রেফারি দায়িত্ব পালন করেন, ঠিক তেমনি নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা নিশ্চিত করে কারসাজি বন্ধে সরকারকে বছরব্যাপী রেফারির ভূমিকা নিতে হবে। প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহায়তা নিতে হবে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ক্যাব সভাপতি গোলাম রহমান। তিনি বলেন, বাজারে সারা বছর নজরদারির বিকল্প নেই। এক্ষেত্রে পণ্যের সরবরাহে যাতে ঘাটতি না হয়, সেদিকে নজর রাখতে হবে। এটা নিয়ন্ত্রণ করতে পারলে বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য নিয়ে কেউ কারসাজি করতে পারবে না। ক্যাব সভাপতি বলেনÑ বাজারে পণ্যের সরবরাহ ভালো থাকলে এবং প্রতিযোগিতামূলক ব্যবস্থাপনা থাকলে পণ্যমূল্য বাড়বে না। বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ প্রয়োগ করতে হবে। এ জন্য সরকারকে অত্যন্ত দক্ষতার সঙ্গে রেফারির ভূমিকা পালন করতে হবে সারা বছর। গোলাম রহমান আরও বলেন, বাজার নিয়ে কোথাও কেউ অতি মুনাফার জন্য কিংবা সরকারকে বিব্রত করার চেষ্টা চলছে। এই বাজার নিয়ন্ত্রণকারী মুনফালোভীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ চাই। গুজব ছড়ানোয় জড়িতদের বিরুদ্ধে সরকারের অ্যাকশন থাকতে হবে। তার মতে, বাজারে পিয়াজ সরবরাহে সরকার সরাসরি কোনো কার্যক্রম গ্রহণ করেনি। সরকার ব্যবসায়ীদের ওপর পুরোপুরি নির্ভর করায় পিয়াজের বাজার স্বাভাবিক হয়নি।

সর্বশেষ খবর